ঘরোয়া বৌমার খোলস ছেড়ে হট লুকে ধরা দিলেন পর্দার ‘জবা’ পল্লবী, হুশ উড়ল ভক্তদের

Advertisement

“কে আপন কে পর”-এর জবার কথা মনে আছে! অনেক ওঠাপড়া নিয়ে শুরু হয়েছিল জবার জার্নি। একজন সাধারন আশ্রিতার বড়লোক বাড়ির বউ হয়ে ওঠা, মানসিক ঘাত প্রতিঘাত আর সব যুদ্ধ জয় করে বিচারক হয়ে ওঠা এই গল্পের মাধ্যমেই সকলের ড্রইংরুমের অংশ হয়ে উঠেছিল জবা। সারাবাংলা দর্শক পছন্দ করেছিল তাকে। তবে মাঝেমধ্যে অদ্ভুত স্ক্রিপ্টের জন্য ট্রোলও হতে হয়েছে কিন্তু সেই ট্রোল বরং তার জনপ্রিয়তা বাড়িয়েছে। বর্তমানে বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন জবা ওরফে পল্লবী শর্মা।

Advertisements

এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পর তাকে আর সেভাবে পর্দায় দেখা যায়নি তবে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ পল্লবী প্রায় সময় নিজের ছবি পোস্ট করে দর্শকদের সাথে টাচে থাকেন। পর্দার জবার মতো পল্লবীকেও প্রায়শই সাধারন পোশাকেই দেখা মিলে এসেছে। কিন্তু এবার একেবারে অন‍্য অবতারে ধরা দিয়ে সকলকে বোল্ড আউট করলেন অভিনেত্রী।

Advertisements

পুরনো বৌমার ইমেজ ভেঙে তিনি এখন স্টানিং বোল্ড কুইন। শাড়ি থেকে ওয়েস্টার্ন আউটফিটে জবা একবারে মারকাটারি। জবার এই নতুন হটশট লুক ধামাকা সৃষ্টি করেছে নেটমহলে। এদিন তার পরনে ছিল প্রিন্টেট ওয়েস্টার্ন আউটফিট। লো নেক পোশাক থেকে উন্মুক্ত বক্ষবিভাজিকায় উষ্ণতা ছড়িয়েছেন তিনি।

পোশাকের সাথে ম্যাচিং করে এদিন ন‍্যুড লিপস্টিক, স্মোকি আইমেকআপ খোলা চুল আর একটি স্টাইলিস ইয়াররিং-এর সাথে নিজেকে আরো গর্জিয়াস করে তুলেছিলেন জবা। অভিনেত্রীর এমন গ্ল‍্যামারস রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে দর্শকরা। তার এই লুকের প্রেমে মজেছেন অনেকেই। কমেন্ট বক্স উপচে পড়েছে মিষ্টি মিষ্টি কমেন্টে।

Related Articles