বিনোদন

‘সালমান অশালীন ও অভদ্র, খুব ভয় লাগে’, প্রকাশ্যে ভাইজানকে নিয়ে মুখ খুললেন পাক নায়িকা

বলিউডের ‘ভাইজান’ বলতে যাকে সকলে এক ডাকে চেনেন তিনি আর কেউ নন, তিনি হলেন জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান (Salman Khan)। তাকে নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তার জনপ্রিয়তা অভিনয়ের প্রথম দিন থেকেই গগনচুম্বী। তাই সালমানের বলিউডে যেমন অবদান রয়েছে অনেকটাই তেমনি তিনি বেশ ক্ষমতাশালী। তার অভিনয় ও জনপ্রিয়তা সবকিছু মিলে বর্তমানে তিনি বলিউড ও গোটা দেশের এক প্রতিভাবান তারকা।

এহেন জনপ্রিয় ও প্রতিভাবান তারকার সঙ্গে অভিনয় করতে গিয়েও এক অভিনেত্রী নিজেকে সরিয়ে এনেছিলেন। তিনি সালমানের সঙ্গে অভিনয় করতে চাননি৷ যার জনপ্রিয়তা গোটা দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশগুলিতেও তার সঙ্গে অভিনয় করতে রাজি হননি এক অভিনেত্রী। আর তিনিও এক পার্শ্ববর্তী দেশের অভিনেত্রী। তিনি হলেন পাক অভিনেত্রী সাবা কামার (Saba Kamar)।তিনি বলিউডে বেশ কিছু কাজ করেছেন।

তাকে বলিউড ছবি ‘হিন্দি মিডিয়াম’-এ কাজ করতে দেখা গিয়েছে। কিন্তু সালমানের সঙ্গে অভিনয় করতে রাজি হননি তিনি। উপরন্তু তিনি সালমানের বলে বিরুদ্ধে এমন এক মন্তব্য করেন যা গোটা সালমান ভক্তদের রাগিয়ে তুলেছিল। ২০১৫ সালে একটি পাকিস্তানি শো-তে গিয়েছিলেন সাবা। সেখানে কয়েকজন বলিউড অভিনেতার ছবি দেখিয়ে তাকে জিগ্যেস করা হয় তিনি কার সঙ্গে কাজ করতে চাননা। এর উত্তরে অভিনেত্রী বলেন তিনি সালমানের সঙ্গে কাজ করতে চাননা।

কিন্তু এমন বলার কারণ কী? সাবা এর উত্তরে বলেছিলেন সালমান খুব ‘ছিছোড়া’ অর্থাৎ অশালীন ও অভদ্র। এর পাশাপাশি তিনি বলেন তিনি ভাইজানকে ভয় পান। সালমান নাকি কোরিওগ্রাফারদের নির্দেশ শোনেন না। নিজের মতন করে স্টাইল তৈরি করেন তিনি। তবে পাক অভিনেত্রী মজা করে কথাগুলি বললেও তাকে ভালোভাবে নেয়নি ভারতীয়রা। এরপর তুমুল সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। সমালোচনার মুখে পড়ে সাবা জানান, তিনি মজা করে কতাগুলি বলেছিলেন। এর পাশাপাশি চাপে পড়ে তিনি সালমানকে মহান ও আন্তরিক বলেন।