বিনোদন

খুবই দুষ্টু, বাবা নাকি মা কার মত হয়েছে ঈশান? মুখ খুললেন নুসরত

জন্মের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তের সন্তান ঈশান! এবার আরও একবার চর্চায় সে। আসলে মা-বাবার বিয়ের আগেই গর্ভে এসেছিল সে। যে কারণে আলোচনার ঝড় উঠেছিল টলিউডমহলে। মায়ের প্রথম সন্তান হলেও বাবার দ্বিতীয় সন্তান ঈশান। তবে জনপ্রিয় তারকা জুটির সন্তান হলেও তাকে আড়ালে রাখা হয়েছে।

একবার যশ তার মুখ দেখিয়েছিলেন, আর একবার ক্রিসমাশ উপলক্ষ্যে ছেলেকে সান্টা সাজিয়ে ছবি দিয়েছিলেন নুসরত। তারপর থেকে আর তাকে দেখা যায়নি। আসলে ‘যশরত’ জুটি ছেলেকে আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে একটি সাক্ষাৎকার এবার ছেলের প্রসঙ্গে মুখ খুলেছেন এই জুটি। জানিয়েছেন কার মতোন হয়েছে তাদের সন্তান।

আসলে খুব শীঘ্রই ‘শিকার’ নামক সিনেমায় একসাথে দেখা যাবে এই জুটিকে। সেই সিনেমার প্রচারেই তাদের ঈশানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তাদের কাছে জানতে যাওয়া হয় ঈশান কার মতোন হয়েছে, বাবা নাকি মায়ের মতো? উত্তরে নুসরত বলেন ‘বাবার মতোই দুষ্টু হয়েছে ছেলে।’ পাশ থেকে আবার যশ বলেন ‘নুসরতের বাবার মতো হয়েছে ঈশান।’

তাতে খানিকটা রাগ দেখিয়ে নুসরত বলেন, ‘আমার বাবার মতো কেন হবে? ওর বাবার মতোন হয়েছে ও।’ উল্লেখযোগ্য ব্যবসায়ী নিখিল জৈনের সাথে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুসরত। যদিও একসময় তিনি তাদের বিয়ের কথা অস্বীকার করেন। এরপরই তিনি সম্পর্কে আবদ্ধ হন যশের সাথে এবং ২০২১ সালে জন্ম দেন পুত্র সন্তান ঈশানের।