উন্মুক্ত থাই, শর্ট ড্রেসে তিড়িংবিড়িং নাচ ‘পাখি’ মধুমিতার (VIDEO)
টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বেশ সক্রিয়। সেখানে নানান রিলস্ ভিডিও পোস্ট করে থাকেন তিনি। কিছুদিন আগে একটি রিলস্ ভিডিও পোস্ট করেন তিনি “আমার একটা রাজমিস্ত্রীর লেবার চাই করবে নাকি?”। এই ভিডিও পোস্ট করার পর নেট দুনিয়ার সকলের বাঁকা মন্তব্য ধেয়ে আসে তার দিকে।
বর্তমানে টলি পাড়ায় কাজ করছেন তিনি। প্রথম ধারাবাহিক ‘বোঝে না সে বেঝে না’ দিয়ে টলিউডে পা রাখেন। এরপর আর পিছন পিরে তাকাতে হয়নি। টলিউডে ‘লাভ আজ কাল পরশু’ ছবির মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে কাজ করেছিলেন অর্জুন চক্রবর্তী।
মাঝেমধ্যে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নানান ছবি ও ভিডিও পোস্ট করে তাকেন তিনি।এখন চারিদিকে একটি ভাইরাল গান হল ‘তুম তুম’। এই গানে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই রিলস্ ভিডিও বানিয়ে ফেলেছেন। এবার এই গানে কোমর দোলালেন অভিনেত্রী মধুমিতা সরকার। ভিডিওতে দেখা গিয়েছে, মধুমিতার পরনে রয়েছে সাদা টপ, শর্ট প্যান্ট ও রঙিন শ্রাগ।
খোলা চুলে সকলের ঘুম উড়িয়েছেন তিনি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, “এখন ট্রেন্ডিং”।এর সঙ্গে দিয়েছেন একটি হাসির ও সাদা হার্টের ইমোজি। ভিডিও পোস্ট করতে তা ভাইরাল হয়েছে। নেট দুনিয়ার সকলে নানান মন্তব্য করেছেন। তবে কেউ কেউ বাঁকা মন্তব্য করেছেন। তবে সব মিলিয়ে দারুণ ভাইরাল ভিডিওটি।