‘এতদিনে নিজের পরিবারকে খুঁজে পেলে…!’ কোরিয়ানদের সঙ্গে ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার মনামী

সম্প্রতি এবার কোরিয়ান বন্ধুদের সাথে নেচে সমালোচনার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। টলিউড ইন্ডাস্ট্রির এই অভিনেত্রীকে কমবেশি সকলে চিনে থাকবেন। একসময় ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করলেও বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। এছাড়া তিনি একজন সুদক্ষ নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত।
অন্যদিকে কাজের ফাঁকে কোথাও না কোথাও বেরিয়ে পড়েন তিনি। কখনো বন্ধুদের সাথে আবার কখনো একাই ঘুরতে বেরিয়ে যান এই অভিনেত্রী। আর সেসব মুহূর্তগুলিকে ফ্রেমবন্দী করে তিনি ভাগ করে নেন সকলের সাথে। সম্প্রতি শ্যুটিং থেকে বিরতি মিলতেই তিনি পৌঁছে গিয়েছেন দক্ষিণ কোরিয়ায়। যেখানে গিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি ও ভিডিও।
যাক একটিতে দেখা দিয়েছে কয়েকজন কোরিয়ান বন্ধুর সাথে নাচে মেতে উঠেছেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কোরিয়ার ট্রেন্ড মেনে, কিছু কোরিয়ান বন্ধুদের সঙ্গে।’ ভিডিওটিতে তাকে দেখা দিয়েছে সাদা ও গোলাপী পোশাকে। সেখানে অন্যান্য কোরিয়ান বন্ধুরাও একই রকমের পোশাক পরেছিলেন। যা দেখে একজন লিখেছেন, ‘ওমা ওদের সঙ্গে মিশে গিয়েছো যে!’
এছাড়া আরো অন্যান্য মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখযোগ্য, সময়ের সাথে সাথে যেন অভিনেত্রী বয়স ক্রমাগত কমে যাচ্ছে। কারণ, যত সময় যাচ্ছে তিনি আরো বেশি সুন্দরী এবং বোল্ড হয়ে উঠছেন। তাকে দেখে বোঝার উপায় নেই তার বয়স বাড়ছে। যার ঝলক আমার বিভিন্ন সময় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখতে পাই।