‘ডান্স বাংলা ডান্সে’র জালায় অতিষ্ঠ মিঠুন! পুলিশের দ্বারস্থ হলেন মহাগুরু

বর্তমানের নন ফিকশন শোগুলির মধ্যে এক জনপ্রিয় শো হল জি বাংলা (Zee Bangla)-র “ডান্স বাংলা ডান্স” (Dance Bangla Dance)। দীর্ঘ এক দশক পর মহাগুরুর এন্ট্রিতে জমে উঠেছে এই রিয়ালিটি শো। টিআরপি তালিকায় বেশ ভালোই জায়গা করে নিয়েছে জি বাংলার “ডান্স বাংলা ডান্স”। তবে সম্প্রতি এই শোয়ের একজনের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এমনকি তার নামে পুলিশের কাছে অভিযোগ করেছেন বলেও জানা গিয়েছে।
চলতি সিজনের “ডান্স বাংলা ডান্স” (Dance Bangla Dance)-এ শুধু মহাগুরু নয়, বিচারক আসনে রয়েছেন সুন্দরী জনপ্রিয় নায়িকারা। এর পাশাপাশি সঞ্চালনায় রয়েছেন টলি ইন্ডাস্ট্রির হ্যান্ডসাম অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। এছাড়াও এই সিজনের রয়েছে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা। ফলে সবকিছু মিলিয়ে প্রত্যেক সপ্তাহে শনি-রবিবার (Saturday-Sunday) জমজমাট পর্ব অনুষ্ঠিত হয় জি বাংলার “ডান্স বাংলা ডান্স” (Dance Bangla Dance)-এ। তবে শুরু থেকেই একজন রয়েছে যিনি মাঝেমধ্যে অনুষ্ঠানের মাঝে এসে গোলমাল পাকিয়ে দিয়ে চলে যায়। যার জন্য অতিষ্ঠ হয়ে ওঠে “ডান্স বাংলা ডান্স”।
সম্প্রতি নারীশক্তিকে সম্মান জানিয়ে মহিলা পুলিশের কাছে তার নামে অভিযোগ করে বসলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার বিরুদ্ধে যত তাড়াতাড়ি অ্যাকশন নেওয়ার কথা বলেন মহাগুরু। তবে মহাগুরুর এই অভিযোগে তারা জানান, তারা এই বিষয়টি ভেবে দেখছেন। তবে এই ধরনের অভিযোগ তাদের কাছে এই প্রথমবার।
কার বিরুদ্ধে অভিযোগ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী? তিনি আর কেউ নন, তিনি হলেন “ডান্স বাংলা ডান্স”-এর কে.কে (K.K) ভূত। যিনি “ডান্স বাংলা ডান্স”-এর প্রথম সিজন থেকেই কার্টুন ক্যারেক্টার হিসেবে রয়েছেন। শুরু থেকেই প্রত্যেক পর্বে বিচারক মন্ডলী, সঞ্চালকসহ মিঠুন চক্রবর্তীকে নিয়ে ঠাট্টা তামাশা করেন। যার ফলে বিরক্তিতে পড়েন “ডান্স বাংলা ডান্স” (Dance Bangla Dance)-এর সকলে। মাঝেমধ্যে তাকে দেখে ভয় পেয়ে যান ছোট ছোট প্রতিযোগীরাও।
তবে সম্প্রতি এই “ডান্স বাংলা ডান্স”-এর এক বিশেষ পর্বে অতিথি হয়ে আসেন মহিলা পুলিশবাহিনী। আর তারা আসতেই এই অভিযোগ করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তবে অভিযোগের পর মহিলা পুলিশ তরফে এই বিষয়টি নিয়ে যখন ভাবার কথা বলা হয়, তখন সঙ্গে সঙ্গে কে.কে বলেন সে আর এমন করবে না। সে ভালো হয়ে গিয়েছে। ইতিমধ্যে এই মুহূর্তই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।