“চিনি ২”, ভক্তদের সুখবর দিলেন অভিনেত্রী মধুমিতা!
২০২০ সালে করোনার সময়ে মুক্তি পেয়েছিল ‘চিনি’। এই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে মধুমিতা সরকার (𝙼𝚊𝚍𝚑𝚞𝚖𝚒𝚝𝚊 𝚂𝚊𝚛𝚌𝚊𝚛) ও অপরাজিতা আঢ্যকে (𝙰𝚙𝚊𝚛𝚊𝚓𝚒𝚝𝚊 𝙰𝚍𝚑𝚢𝚊)। ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন অপরাজিতা এবং মেয়ের ভূমিকায় অভিনয় করেন মধুমিতা। তবে ছবিটি বক্স অফিসে কেমন সাফল্য অর্জন করেছে তা নিয়ে সিনেমা বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। যদিও ছবিটি প্রেক্ষাগৃহে ১০০ দিন পর্যন্ত চলেছে।
ইতিমধ্যে ছবির পরিচালক মৈনাক ভৌমিক (𝙼𝚊𝚒𝚗𝚊𝚔 𝙱𝚑𝚘𝚠𝚖𝚒𝚌𝚔) ইতিমধ্যে আরও একটি রিস্ক নিলেন। এবার ‘চিনি-২’-এর ঘোষণা করা হল। একই সংস্থার তরফে ‘চিনি-২’-এর ব্যানার তৈরি হতে চলেছে। যদিও ‘চিনি’ ও ‘চিনি-২’এর গল্পে থাকবে বিস্তর ফারাক। তাই ‘চিনি-২’-কে আদেও প্রথম ছবির সিকোয়েল বলা যায় কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। ‘চিনি’-তে দেখা গিয়েছিল অপরাজিতাকে মায়ের চরিত্রে এবং মধুমিতাকে মেয়ের চরিত্রে।
সিনেমায় অপরাজিতার নাম ছিল মিষ্টি এবং মধুমিতার চরিত্রের নাম ছিল চিনি। এবারের ছবিতেও একই নাম থাকলেও গল্পে রয়েছে আমূল পরিবর্তন। ‘চিনি’-তে কর্মরতা মেয়ের সঙ্গে মায়ের সম্পর্কের যে সমীকরণ তা দেখানো হলেও ‘চিনি-২’ হবে একেবারে ভিন্ন। পরিচালক মৈনাক ভৌমিকের কথায়, ‘চিনি-২’ হবে একটি সাধারণ গল্প। যেখানে মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া হবে। ‘চিনি-২’তে মধুমিতা ও অপরাজিতা দুই ভিন্ন নারী চরিত্র। তাদের জীবনের লক্ষ্য ভিন্ন। অপরাজিতা ওরফে মিষ্টি থাকেন তার স্বামী শুভর সঙ্গে।
শুভর চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী (𝙰𝚗𝚒𝚛𝚋𝚊𝚗 𝙲𝚑𝚊𝚔𝚛𝚘𝚋𝚘𝚛𝚝𝚢)। অপরদিকে চিনি ও স্যামি এই ছবিতে যুগল। স্যামির চরিত্রে দেখা যাবে সৌম্য মুখার্জিকে (𝚂𝚘𝚞𝚖𝚢𝚊 𝙼𝚞𝚔𝚑𝚎𝚛𝚓𝚎𝚎)। গত ১৪ই মার্চ সোশ্যাল মিডিয়ায় ‘চিনি-২’-এর মোশন পোস্টার প্রকাশিত হয়। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছে ‘প্রসেনের দলবল’ এবং সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন মধুরা পালিত। ১৬ই মার্চ থেকে কলকাতায় শুরু হয়েছে নতুন ছবির শ্যুটিং।