বিনোদন

হাতে নেই কাজ, শেষমেষ অভিনয় ছেড়ে নতুন পেশা বাছলেন নবাব পত্নী করিনা!

করিনা কাপুর, বলিউডের অন্যতম অভিনেত্রী তিনি। কেবল বলিউড না সোশ্যাল মিডিয়াতেও স্টার এই অভিনেত্রী। তার ব্যক্তিগত জীবনের ছবি আসা মানেই তা সুপারহিট। কিন্তু তারপরেও নাকি শোনা যাচ্ছে পেশা বদলেছেন অভিনেত্রী। নায়িকা থেকে একেবারে হয়ে উঠছেন গোয়েন্দা! কিসের তদন্ত শুরু করলেন পতৌদি পরিবারের পুত্রবধূ! গত বছরটা মোটেও ভালো যায়নি করিনা কাপুরের। ১১ আগস্ট মুক্তি পেয়েছিল “লাল সিং চাড্ডা”।

তিন বছর দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেয়েছিল ছবি। কিন্তু তারপরেও সেভাবে মনে দাগ কাটতে পারেনি ছবি। তবে এ কেবল সাম্প্রতিককালের ঘটনা নয় সত্যাগ্রহ, এজেন্ট বিনোদ, থেকে শুরু করে ওমকারা তার অনেক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। আর এই কারনেই কি পেশা বদলানো সিদ্ধান্ত নিয়েছেন বেবো! এমনটাই প্রশ্ন সোশ্যাল মিডিয়া জুড়ে।

আসলে নতুন বছরের নতুন রেজোলিউশন নিয়েই ফেলেছেন বেবো। নিজেকে নতুন করে চিনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত অভিনেত্রী। অর্থাৎ এই মুহূর্তে শুরু হয়েছে তার ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি। ইতিমধ্যে বলিউডকে অক্সিজেন জুগিয়েছে শাহরুখের পাঠান। আর এবার বলিউড দর্শকদের জন্য নিজেকে নতুন ভাবে গড়েছেন করিনা কাপুর। জানা যাচ্ছে নায়িকা থেকে একেবারে গোয়েন্দা হয়ে উঠেছেন অভিনেত্রী করিনা কাপুর।

না নয়া পেশা নয় এ রূপ আগামী ছবির জন্য। “বাকিংহাম মাডার্স” ছবিতে এই অবতারে ধরা দেবেন অভিনেত্রী, ছবির পরিচালনার দায়িত্বে আছে হনসল মেহতা‌। হলিউডের এক ওয়েব সিরিজের রিমেক হিসেবেই প্রকাশ পাবে ছবিটি ইতিমধ্যে ছবির শুটিং শেষ হয়ে গেছে আপাতত অপেক্ষা করিনা কাপুরের কামব্যাকের‌।