বিনোদনভাইরাল ভিডিও

স্লিভলেস ব্লাউজ পরে সামনে ঝুঁকতেই লজ্জার মুখে পড়লেন কাজল, ইন্টারনেটে ভাইরাল অভিনেত্রীর ওপস মোমেন্টের ভিডিও

বলিউডি গ্ল্যামার জগৎ এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক! বলিউড তারকাদের ফ্যান ফলোয়ার্স সংখ্যা ছড়িয়ে আছে দেশ থেকে দেশান্তরে তাই তাদের নিয়ে কন্ট্রোভার্সিও হামেশাই চলতে থাকে। কেননা এই সকল ফ্যান ফলোয়ার্সরাও প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সর্বদায় উৎসুক আর তাদের অনুসন্ধিৎসার পিপাসা মেটাতে পাপারাৎজ্জিদের ক্যামেরায় মাঝেমধ্যেই ধরা পড়ে নানান ব্যতিক্রমী তারকা কর্মকাণ্ড। তবে এই সকল বিতর্কের মাঝে সবথেকে বেশি জনপ্রিয় হলো পাপারাৎজিদের ক্যামেরাবন্দি বিভিন্ন তারকার “উপস মোমেন্ট”।

সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল দেবগনের পোশাক বিভ্রাটের ভিডিও। 90 এর দশকের এই প্রথিতযশা অভিনেত্রী একের পর এক ব্লকবাস্টার হিট দেশবাসীকে উপহার দিয়ে হিন্দি সিনেমা প্রেমীদের মননে চিরন্তন জায়গা করে নিয়েছেন। 90 দশকের মত আজও তার ড্রেসিং সেন্স থেকে শুরু করে সৌন্দর্য একইভাবেই চিরন্তন।

তবে ফ্যাশন সেন্সের দিক থেকে পশ্চিমা পোশাকের থেকে শাড়িতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নায়িকা। অতিসম্প্রতি প্রিয় পোশাক শাড়ির জেরেই তাকে হতে হলো “উপস মোমেন্ট”এর শিকার। আদতে এদিন ব্লকবাস্টার মুভি “তানহাজি”র সম্প্রচারজনিত একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নায়িকা। অনুষ্ঠানে এদিন তাকে লাল রঙের ডিজাইনার ব্লাউজ ও শাড়িতে দেখাচ্ছিল অপরূপা। তবে কিছুক্ষণ যেতেই ঘটে বিপত্তি, স্টেজের সামনে কারো সাথে কথাবলাকালীন অভিনেত্রীর উন্মুক্ত ক্লিভেজ সুস্পষ্টভাবে ধরা পড়ে ক্যামেরায়।

হট নায়িকার এই পোশাক বিভ্রাট এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হওয়ার অন্যতম উপজীব্যতে পরিণত হয়েছে। প্রতিটি ভাইরাল ভিডিওর মতো উক্ত ভিডিওর কমেন্ট বক্সে বসেছে নীতি পুলিশদের সালিশি সভা। অনেকেই অভিনেত্রীর পোশাকের সমালোচনায় তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। অনেকে আবার নায়িকার স্বপক্ষে রায় দিয়ে বলেছেন,”ক্যামেরার সামনে উপস্থিত হলে এরূপ বিভ্রাটের শিকার হওয়া স্বাভাবিক।” সব মিলিয়ে বর্তমানে কাজলের এই পোশাক বিভ্রাটের ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে!