একাধিক নায়িকার সঙ্গে চুম্বন, সহবাস, ইমরানের নোংরামি দেখে রক্তারক্তি কাণ্ড ঘটান অভিনেতার স্ত্রী

Advertisement

অন্য অভিনেত্রীদের সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করায় রক্তারক্তি কাণ্ড ঘটিয়েছিলেন অভিনেতা ইমরান হাশমির স্ত্রী পারভিন! একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেতা। আমরা সকলেই জানি যে বলিউডের ‘সিরিয়াল কিসার’ নামে পরিচিত ইমরান। তিনি যে সিনেমায় থাকবেন সেখানে ঘনিষ্ঠ দৃশ্য থাকবেই।

Advertisements

চুম্বন থেকে শুরু করে যৌনসঙ্গম সব দৃশ্যতেই অভিনয় করতে পটু এই অভিনেতা। ইতিমধ্যে তিনি এমন বেশ কিছু সিনেমায় অভিনয় করে ফেলেছেন যেখানে এরকম বোল্ড দৃশ্য রয়েছে। তবে এই দৃশ্যে নায়িকাদের সাথে অভিনয় করতে দেখার পর তার স্ত্রীর প্রতিক্রিয়া কী হয়? এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল একটি সাক্ষাৎকারে। যে বিষয়ে মুখ খুলেছিলেন ইমরান।

Advertisements

তিনি বলেন অন্য মহিলার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা মোটেই মেনে নিতে পারেন না তার স্ত্রী। এমনকি একসময় তিনি একটি দৃশ্য দেখে মেজাজ ছাড়িয়ে ফেলেছিলেন। ‘মার্ডার’ সিনেমার প্রিমিয়ারে মল্লিকা শেরাওয়াতের সাথে ইমরানের ঘনিষ্ঠতা দেখে তিনি রেগে হাত তুলেছিলেন তার গায়ে। হাত আঁচড়ে রক্ত বের করে দিয়েছিলেন তিনি।

আর তাকে প্রশ্ন করেছিলেন, ‘এগুলো কী করছো তুমি? আর যাই হোক এসব বলিউডে চলে না।’ সেই নখের দাগ নাকি দীর্ঘদিন হাতে ছিল অভিনেতার। এরপর অনেক চেষ্টা করে তার রাগ ভাঙাতে হয়েছিল। প্রথমদিকে ক্ষমা না করলেও ধীরে ধীরে বোঝানোর পর পারভিন বিষয়টি বুঝতে পারেন যে আসলে এসবই অভিনয় বাস্তবে এমন কিছুই থাকে না।

Related Articles