×

Ditipriya Roy: সুইমিং পুলের নীল জলে গা ভাসালেন ‘রানীমা’ দিতিপ্রিয়া, অভিনেত্রীর মায়াবি চাহনিতে ঘুম উড়েছে পুরুষ ভক্তদের

সুইমিং পুলের নীল জলে হট অবতারে ধরা দিলেন দিতিপ্রিয়া রায়

টলিপাড়ার বর্তমান প্রজন্মের অন্যতম উঠতি অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া। রানী রাসমণি ধারাবাহিকে রানী মার চরিত্রে অভিনয় করে সারা বাংলা জুড়ে একজন অন্যতম ঘরোয়া মুখ হয়ে উঠেছিলেন দিতিপ্রিয়া। তারপর আ ফিরে তাকাতে হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে অপরাজিতা আঢ্য- একের পর এক টলিউডের বড় বড় বিগ ব্যানার নেমের সাথে কাজ করে নিজেকে আজ সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি কুড়িতম জন্মদিবসে পা দিয়েছিলেন অভিনেত্রী। সেই উপলক্ষে সপরিবারে বিশাখাপত্তনমে ছুটি কাটাতে গিয়েছিলেন দিতিপ্রিয়া। সেখানকার দুঃস্থ দরিদ্র কিছু বাচ্চাদের সাথে দিনের বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করেছিলেন। নিজের মতো করে হাসি ফোটাতে তাদের মুখে আর এই মহান কাজের মাধ্যমে নিজের 20তম জন্মদিন পালন করেছিলেন নায়িকা।

তবে বিশাখাপত্তনমের সুইমিং পুলের নীল জলে জলকেলিরত একাধিক ছবি পোস্ট করতেও ভোলেননি তিনি। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় সেই সকল ছবি হয়ে উঠেছে ভাইরাল। যেখানে এলোমেলো চুলে অভিনেত্রীর সিক্ত শরীর দেখে ঘুম উড়েছে পুরুষ সমাজের। নীল জলের শীতলতায় যেন রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছেন দিতিপ্রিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্টেড এই ছবিগুলি সূত্র ধরেই ফের সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি।

“অভিযাত্রিক”,”রুদ্রবীণার অভিশাপ” প্রভৃতি একাধিক চলচ্চিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। শেষবারের মতো “আয় খুকু আয়” সিনেমায় প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনেত্রীর অভিনয় ক্রিটিকক্স মহলে প্রশংসা কুড়িয়েছিল বহুলভাবে। সম্প্রতি অভিনেতা দেবজ্যোতি দত্তের বিপরীতে এসভিএফ এর নতুন মিউজিক ভিডিও “দেখেছি রুপসাগরে” মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা মুক্তি পাওয়ার সাথে সাথেই 21 লাখের বেশি ভিউজ গ্যাদার করেছে!