টলিউডের সর্বসেরা প্রসেনজিৎ নন, ‘ইন্ডাস্ট্রি’ বিতর্কে প্রাক্তন স্বামীকে নিয়ে স্পষ্ট জবাব দেবশ্রী রায়ের

Advertisement

প্রসেনজিৎ নন, বাংলার ‘ইন্ডাস্ট্রি’ হলেন মহানায়ক উত্তম কুমার। এমনই মন্তব্য করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। টলিউড ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবশ্রী রায়ের জুটি ঠিক কতখানি হিট হয়েছিল তা আমরা সকলেই জানি। তবে পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের সম্পর্ক অনেকটাই গভীর হয়েছিল। বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে স্বামী-স্ত্রী।

Advertisements

যদিও সেই সম্পর্ক খুব বেশিদিন টেকেনি, বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর বহুদিন পর্যন্ত একে অপরের বিষয়ে মুখ খোলেননি তারা। তবে সম্প্রতি প্রসেনজিতের বিষয়ে নাম না করে করে মন্তব্য করেছেন দেবশ্রী। একটি সাক্ষাৎকারে দেবশ্রীকে প্রশ্ন করা হয়েছিল যে অভিনেতাকে সারা বাংলা ‘ইন্ডাস্ট্রি’ হিসেবে চেনে, তার কাছ থেকে কি কোনো সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি?

Advertisements

যার উত্তরে তিনি বলেন, ‘শুধরে দিই, একটা মানুষ কখনোই ইন্ডাস্ট্রি হতে পারেন না। বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে। ভালো কাজ করা নিয়ে কথা, সহ-অভিনেতা কে হবেন না হবেন তা নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই।’ যদিও এই বিষয়ে খুব বেশি তিনি কিছু বলতে রাজি হননি। তবে তার স্পষ্ট উত্তর ‘ইন্ডাস্ট্রি’ একজনই ছিলেন, তিনি হলেন উত্তম কুমার।

অন্যদিকে প্রসেনজিত একবার বলেছিলেন, ছোটবেলার প্রেমের বিয়ে ভেঙে যেতে দেড় বছর তিনি গৃহবন্দী করে রেখেছিলেন নিজেকে। এরমধ্যেই আবার দেবশ্রীর নাম না করে বলেন, ‘আমার জীবনে অনেক সম্পর্কই ভেঙেছে, গড়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় আমার প্রথম স্ত্রী আমার ছোটবেলার বন্ধু। অনেকদিন তার সাথে কথা হয়নি, দেখা হয়নি। আমি চাইবো দেখা করে বন্ধুত্বের জায়গাটায় চলে আসি আবার।’

Related Articles