বিনোদন

ভেঙেছে দু-বার বিয়ে, ব্যক্তিগত জীবনে কালি থাকলেও সৌন্দর্যে বোন শুভশ্রীকে টেক্কা দেবেন দিদি দেবশ্রী!

এই মুহূর্তে টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন শুভশ্রী গাঙ্গুলী। একদিকে যেমন সংসার সামলাচ্ছেন, ছেলে ইউভানকে মানুষ করছেন তেমনই ছকভাঙ্গা অভিনয়ও করে চলেছেন। তিনি যে কতটা সফল তা নতুন করে বলে দিতে হয় না তবে শুভশ্রী কখনোই অভিনেত্রী শুভশ্রী হতে পারতেন না যদিনা পেতেন নিজের কাছের মানুষদের। আর সেই কাছের মানুষদের মধ্যে অন্যতম তারই দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

যার উৎসাহে আজ লক্ষ লক্ষ মানুষের কাছে পরিচিতি পেয়েছেন শুভশ্রী। কিন্তু জানেন সেই দিদির জীবনও কিন্তু কম কঠিন ছিল না। বহু চড়াই উৎড়াই এর সাক্ষী হয়েছেন দেবশ্রী। আর সেই লড়াইয়ে তিনিও পাশে পেয়েছেন তার বোন শুভশ্রীকে। একথায় তারা হয়ে উঠেছেন একে অপরের পরিপূরক। আজ রইল শুভশ্রীর জীবনের অন্যতম প্রিয় মানুষের টুকরো কথা।অনেকের কাছেই হয়তো অজানা যে শুভশ্রীর দিদিও টলিউডে নিজের ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন।

পূর্বে রাজর্ষি দে পরিচালিত ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। এছাড়াও আসন্ন ছবি ‘ফাটাফাটিতে’ও অভিনয় করতে দেখা যাবে তাকে। অর্থাৎ বোনের মতো তিনিও কিন্তু একজন শিল্পী। তবে ব্যক্তিগত জীবনে বেশ চড়াই-উতরাইয়ের সাক্ষী হয়েছেন দেবশ্রী। অল্প বয়সে বিয়ের পর মাত্র 19 বছরে মা হয়েছিলেন কিন্তু তার বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ নেমে আসে‌। এরপর একপ্রকার ছেলেকে একা নিজের হাতেই মানুষ করেছেন তবে এই সময় যাকে সব সময় পাশে পেয়েছেন বোন শুভশ্রীকে।

ভেঙেছে দু-বার বিয়ে, ব্যক্তিগত জীবনে কালি থাকলেও সৌন্দর্যে বোন শুভশ্রীকে টেক্কা দেবেন দিদি দেবশ্রী!

এর দীর্ঘদিন পর ফের সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবশ্রী। তার এই সিদ্ধান্তে সবসময়ই পাশে ছিলেন বোন। কিন্তু তার এই নতুন দাম্পত্য জীবনও সুখের ছিল না। ২০২১ এ বিয়ে হয় তার, কিন্তু এক মাসের মধ্যেই স্বামীর বিরুদ্ধে গাহস্থ‍্য হিংসার অভিযোগ তোলেন। এরপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। আপাতত নিজের অভিনয় কাজ নিয়ে ব্যস্ত শুভশ্রী দিদি। এছাড়াও মাঝে মধ্যেই নিজের ছবি দিয়ে নজরও কাড়েন। বোনের মতোন জনপ্রিয়তা না পেলেও সোশ্যাল মিডিয়ার সেলেব্রিটি তিনি।