পাপা কাহা হ্যায়? হুইল চেয়ারে বসে বাবাকে খুঁজছেন সারা, হঠাৎ কি হল অভিনেত্রীর?

বাবাকে খুঁজতে এবার হুইলচেয়ারে করে বেরিয়ে পড়লেন সারা আলি খান! কি অবাক হচ্ছেন তো ভাবছেন হঠাৎ করে হুইলচেয়ারে বসে বাবাকে খুঁজতে গেলেন কেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সৎ মা’কে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন বাবা বাইরে গেছেন দুই-একদিনের মধ্যেই ফিরে আসবেন।
অথচ তার বাবার ফোন সুইচড অফ। কেউ কথা শুনতে চাইছে না। এমনকি পুলিশও এই বিষয়ে ডায়েরি লিখতে চাইছে না। কোনো উপায় না দেখে হুইলচেয়ারে বসেই বাবাকে খুঁজতে বেরিয়ে পড়েন তিনি। যদিও বাস্তব নয় বরং একটি সিনেমায় এই দৃশ্য দেখা যাবে। খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তার আগামী কাজ ‘গ্যাসলাইট’। চলতি মাসের ৩১ তারিখ যা হটস্টারে মুক্তি পাবে।
সাইকোলজিক্যাল থ্রিলার বিষয়ক এই সিনেমায় সারার চরিত্রের নাম মিশা। তিনি ছাড়াও একাধিক তারকারা রয়েছেন সিনেমাটিতে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেলার। যা দেখার পর রীতিমতো চমকে উঠেছেন সকলে। ট্রেলারে দেখা গিয়েছে পড়াশোনার কারণে বাইরে থাকেন রাজকুমারী মিশা। ছুটিতে তিনি বাড়িতে ফিরে আসেন। যেখানে এসে দেখবেন তার বাবা অর্থাৎ রাজাসাহেব নেই।
দিনের পর দিন কেটে গেলেও তার বাবার দেখা পাওয়া যায় না। তবে হঠাৎ করে একদিন আলো-আঁধারির মধ্যে দেখতে পান তার বাবাকে। কিন্তু তখন কাছে গেলেই সেই ছায়া উধাও হয়ে যায়। এরপর আবার গাড়ির ভেতর তিনি দেখতে পাবেন মৃত বাবাকে। কিন্তু সামনে গেলেই সেটি উধাও। তাহলে কি সেটি তার মনের ভুল নাকি বাবাকে কেউ খুন করেছেন? এই প্রশ্নেরই উত্তর দেবে সিনেমাটি।