পর্দায় চোরাকারবারি করেই হাঁকিয়েছিলেন ছক্কা, কিন্তু জানেন কি ‘পুষ্পা’ অল্লু অর্জুনের পড়াশোনা কতদূর?

অগাধ সম্পত্তির মালিক “পুষ্পা” খ্যাত অল্লু অর্জুন; কিন্তু জানেন কি তার পড়াশোনা কতদূর?
দক্ষিণ সিনেমাতে আজকে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। তার অভিনয় দক্ষতা নিয়ে কাউকে নতুন করে কিছু বলে দেওয়ার আর দরকার নেই। মনে করা হয় তিনি যেখানেই হাত দেন সেখানেই সোনা ফলে। জানেন কি এই সফল অভিনেতার পড়াশোনা কতদূর?
দীর্ঘদিন ধরে অল্লু অর্জুন দক্ষিণে সিনেমাতে একজন জনপ্রিয় ও সফল অভিনেতা। তবে ২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’কে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। অভিনয় দক্ষতা দিয়ে সারা দেশ জুড়ে তিনি ঝড় তুলেছিলেন। এই সিনেমাটি বক্স অফিসেও যথেষ্ট সাফল্য লাভ করেছিল। শুধুমাত্র অভিনয় নয় পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভালো ছিলেন অল্লু অর্জুন।
তিনি পড়াশোনা করেছিলেন চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক স্কুলে। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি হায়দ্রাবাদের এমএসআর কলেজে ভর্তি হন। সেখান থেকে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক হন। রুপোলি জগতে পা রাখার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি কখনো।
View this post on Instagram
একের পর এক হিট সিনেমা দিয়ে সহজেই সাফল্যের শিখরে পৌঁছে গেছেন এই অভিনেতা। এই মুহূর্তে দক্ষিণের ইন্ডাস্ট্রিতে তার জায়গা যথেষ্ট শক্ত। শুক্রবার মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রুল’-এর টিজার। সিনেমাটি নিয়ে এরমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।