অবশেষে মেয়ে দেবীকে প্রকাশ্যে আনলেন বিপাশা, ছবি দেখেই আদরে মুড়ে দিল নেটপাড়া

Advertisement

অপেক্ষার অবসান নেটজনতার। বহুদিন অপেক্ষার পর দেবী (Devi)-র মুখ দেখতে পেল নেটজনতা। পূর্বে বিপাশা-করণ (Bipasha-Karan) জুটি মেয়ের মুখ আড়াল করেই পোস্ট করতেন মেয়ের দেবীর ছবি। তবে সম্প্রতি প্রকাশ্যে আনলেন মেয়ে দেবীর চেহারা। যা দেখে আদর ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটজনতা।

Advertisements

Advertisements

প্রসঙ্গত, গত বছরের আগস্ট (August) মাসে অনুরাগীদের সাথে নতুন মম-ড্যাড হওয়ার সুখবর ভাগ করে নেন বিপাশা-করণ (Bipasha-Karan)। তারপরেই গত বছরের নভেম্বরে (November) বিপাশা-করণের কোল জুড়ে আসে তাঁদের ছোট্ট কন্যা দেবী গ্রোভার সিং (Devi Grover Singh)। ২০২২ সালের ১২ ই নভেম্বর এক বেসরকারি হাসপাতালে কন্যা দেবীর জন্ম দেন “জিসম” (Jism) তারকা বিপাশা।

বর্তমান সময়ে বিপাশা-করণ (Bipasha-Karan)-এর পুরো পৃথিবী হয়ে উঠেছে তাঁদের ছোট্ট কন্যা দেবী (Devi)। তাঁকে নিয়েই সুখে জীবন কাটছে এই পাওয়ার কাপেলের। মাঝেমধ্যেই মেয়েকে নিয়ে কাটানো মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সাথে। তবে মেয়ের মুখ আড়াল করেই এতদিন ছবি, ভিডিও পোস্ট করতেন বিপাশা।

তবে আর লুকোছাপা নয়, এবার প্রকাশ্যে আনলেন কন্যা দেবীর মুখমণ্ডল। ছবিতে গোলাপি রঙের ফ্রকে দেখা গিয়েছে ছোট্ট এক রতিকে। মাথায় রয়েছে হেয়ার ব্যান্ড। সাথে রয়েছে ফোগলা হাসি। ছবি পোস্ট করে বিপাশা মেয়ের তরফে ক্যাপশনে লিখেছেন, হ্যালো পৃথিবী, আমি দেবী। ছবি পোস্ট হওয়া মাত্রই উপচে পড়া মন্তব্য দেখা গিয়েছে কমেন্ট সেকশনে। আদরে, ভালবাসায় ক্ষুদে এক রতিকে মুড়ে দিয়েছেন নেটজনতা।

তবে এর আগে সম্ভবত অনিচ্ছাকৃতভাবে ইনস্টা স্টোরিতে মেয়ে দেবীকে দুটি ছবি শেয়ার করে ফেলেছিলেন বিপাশা (Bipasha)। যে ছবিতে দেখা গিয়েছিল মেয়েকে জড়িয়ে ধরে রেখেছেন বিপাশা। আর খুদে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। তবে পরবর্তীতে সেই ছবি স্টোরি থেকে ডিলিট করে সরাসরি প্রোফাইল থেকে দেবীর দুই ছবি সকলের সাথে ভাগ করে নেন বিপাশা। দেবী কার মতো দেখতে হয়েছে, বাবা নাকি মা? সেই নিয়েই চর্চা চলছে নেটদুনিয়ায়।

Related Articles