মুম্বইয়ে ‘Saregamapa’র স্টেজ কাঁপাল কলকাতার ছেলে দীপায়ন, ডেডলি দেবদাসের গান শুনে উত্তেজিত বিচারকরা
গান ভালবাসেনা এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। গান এমন একটি জিনিস যা আমাদের সুখ-দুঃখের সবসময়ের সঙ্গী। মানুষ যেমন আনন্দতে গান শোনে তেমনি আবার দুঃখতেও মন ভালো করতে গানের শরণাপন্ন হয়। আর এই সব ধরনের গান নিয়েই বর্তমানে টেলিভিশনে বেশকিছু প্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। এই রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম হলো জী টিভি সারেগামাপা।
সম্প্রতি শুরু হয়েছে সারেগামাপা এর নতুন সিজন। এবারের সিজনে সারেগামাপা এর মঞ্চে বাঙালি প্রতিভার জয়জয়কার। একাধিক বাঙালি প্রতিযোগী এবার সারেগামাপার মঞ্চে অংশগ্রহণ করেছে। এবারের সারেগামাপার মঞ্চে বাংলা থেকেই হাজির হয়েছে ৬ প্রতিযোগী। ববজবজের মেয়ে অন্যান্য চক্রবর্তী থেকে স্নিগ্ধজিৎ ভৌমিক, কিঞ্জল চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী ও আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা রায় সকলে মিলে জমিয়ে দিয়েছে গানের মঞ্চ। তাদেরই মধ্যে একজন কলকাতার দীপায়ন বন্দ্যোপাধ্যায় (Dipaayan Banerjee)।
দীপায়ন ইতিমধ্যে নিজে দুর্দান্ত বাঘের গলায় জিতে নিয়েছে বিচারকদের মন। নিজের প্রেমের ব্যর্থ গল্প বলে এবং দুর্দান্ত গান গেয়ে ইতিমধ্যেই হিমেশ রেশমিয়ার থেকে দীপায়ন পেয়ে গিয়েছে ডেডলি দেবদাসের উপাধি। এবারের সারেগামাপা এর মঞ্চে বিচারকের আসনে রয়েছেন শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya), বিশাল দাদলানি।
এদিন দীপায়ন সারেগামাপা এর মঞ্চে ‘থোড়ি সি যে পিলি হায়’ গানটি গেয়ে মঞ্চে উপস্থিত সকলের প্রশংসা পেয়েছে। তবে শুধু গান গেয়ে সাথে সাথে অভিনয় করেও দেখিয়েছে সে। যা দেখে মঞ্চে উপস্থিত সকলে আরো বেশি আনন্দ পেয়েছে। এদিন বিচারকের আসনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ী। দীপায়নের গান শুনে শঙ্কর মহাদেবন থেকে হিমেশ প্রশংসায় সকলেই তার প্রশংসায় মেতে উঠেন। বাপ্পি লাহিড়ী বলেন, ‘এক নম্বর পারফর্মেন্স’।
অডিশনের দিন গান গাইতে এসেই দীপায়ন জানিয়েছিলেন তার প্রেমের কাহিনী। এমনকি নিজের পুরনো প্রেমিকার নাম হাতে ট্যাটু করে লিখেছিল সে। কিন্তু সেই প্রেম টেকেনি। এরপরেই মঞ্চের সকলে দীপায়নকে নিয়ে মস্করা শুরু করে। তবে দীপায়নের সুরের জাদুতে যে সকলকে কাবু করে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। দীপায়নের গানে মুগ্ধ হয়ে তার জন্য প্রেমিকা খোঁজার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন হিমেশ রেশমিয়া।