গান ছেড়ে ফের গ্রামের রাস্তায় বাদাম বিক্রি, শেষমেশ চোখের জলে নিজের ভাঙা বাড়িতে ফিরলেন বাদাম কাকু!

গ্রামের বাড়িতে ফিরলেন ভুবন, আর কোনদিনও গাইবেন না কাঁচা বাদাম? দুঃখ প্রকাশ ভুবনের। বর্তমান প্রজন্মের কাছে সেলিব্রিটি হওয়ার সুযোগ রয়েছে দুর্দান্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশ করে অনেকেই রাতারাতি সেলিব্রেটি হয়ে উঠছেন। সেরকমই একজন সেলিব্রিটি হলেন ভুবন বাদ্যকর। যার কাঁচা বাদাম গান দেশ ছড়িয়ে বিদেশের মাটিতে পৌঁছেছে। ধীরে ধীরে সুখের মুখ দেখতে শুরু করে ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। তবে বর্তমানে তার অবস্থা খুবই শোচনীয়।
বীরভূমের (Birbhum) কুড়ালজুরী (Kuraljuri) গ্রামের বাসিন্দা হলেন ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)। যিনি পেশায় বাদাম বিক্রেতা। তবে এই বাদাম বিক্রির ব্যবসা বাড়ানোর জন্য তিনি কাঁচা বাদাম গান করে বাদাম বিক্রি করতেন। আর সোশ্যাল মিডিয়ায় সেই গান প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। যার ফলে তিনি ধীরে ধীরে ভাঙা বাড়ি থেকে নতুন বাড়ি তৈরি করেন। এমনকি একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কেনেন। নানান জায়গায় অনুষ্ঠান করতে যান। এমন কি তিনি উপহার হিসেবে আইফোনও পেয়েছিলেন।
তবে এই সবকিছুর মাঝে বিভিন্ন বিপদের সম্মুখীন হন বাদাম কাকু। নতুন বাড়ি তৈরি করলেও সেখানে থাকতে পারে না তিনি। তোলাবাজদের ভয়ে তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছিল। তাকে সেই গ্রামেই ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছিল। এমন কি বেশ কিছুদিন আগে এক ইউটিউবার এসে তাকে নানারকম কথা শুনিয়ে যায়। ইউটিউবারের কথায় তার জন্যই নাকি ভুবন বাদ্যকর (Bhuban Badyakar) এত জনপ্রিয়। কিন্তু তাকেই সে ভুলে গিয়েছে।
ফোন করলেও উত্তর দেন না তিনি। অন্যদিকে, দুবরাজপুরে ঘর ভাড়া নিয়ে শান্তিতে ছিলেন না ভুবন উটকো লোকেরা এসে তার থেকে জোর করে টাকা চাইতো। এমনকি তার আইফোন নিয়ে চলে গিয়েছিল। বর্তমান সময়ে এইসব সমস্যা মিটিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরেছেন বাদাম কাকু। মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। বাড়ি ফিরে তিনি জানিয়েছেন, তিনি আর কাঁচা বাদাম গান গাইবেন না। ঈশ্বর যদি তার ওপর সদয় হন তাহলে তিনি আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন।