শাহরুখ নয়, বলিউডের এই অভিনেতাকে আইডল বানিয়ে ‘সুপুত্তর’ তকমা পেলেন বাদশা পুত্র আরিয়ান!

Advertisement

স্টার কিডদের তালিকার শীর্ষে থাকা এক জনপ্রিয় স্টার কিড হলেন শাহরুখ (Shahrukh) পুত্র (Son) আরিয়ান (Aryan)। মাদক কাণ্ডে জড়িত হওয়ার পর যিনি জনগণের কাছে আরো পরিচিত হয়ে উঠেছেন। তবে সেইসব বিতর্ককে পিছনে ফেলে পুরনো ছন্দে ফিরছেন আরিয়ান। তবে এর মাঝেই ‘সুপুরুষ’ তকমা পেলেন আরিয়ান। যার ব্যবহারে মুগ্ধ নেটজনতা।

Advertisements

Advertisements

সম্প্রতি পরিবারের সাথে এক অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ (Shahrukh) পুত্র আরিয়ান (Aryan)। আর সেখানে তিনি যা ব্যবহার আচার করলেন তা দেখে অবাক দর্শকগণ। একেবারে অন্যভাবে দেখা গিয়েছে তাকে। যা দেখে অনেকেই বলেছেন, পুত্র আরিয়ানের মধ্যে বাবা শাহরুখের যেমন প্রভাব রয়েছে, তেমনি তার মধ্যে প্রভাব রয়েছে ভাইজান অর্থাৎ সলমন খান (Salman Khan)-এর।

হঠাৎ সলমন খানের মতো আরিয়ানের মধ্যে কি এমন দেখলেন নেটজনতা? যার জন্য আরিয়ান (Aryan) সম্পর্কে এমন মন্তব্য করলেন। প্রসঙ্গত, নীতা-মুকেশ আম্বানি (Nita-Mukesh Ambani)-র কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আর সেই অনুষ্ঠানের দ্বিতীয় দিন সেখানে নেমেছিল বহু তারকাদের ঢল। সেখানে মা গৌরি খান (Gauri Khan) এবং বোন সুহানা (Suhana)-কে নিয়ে উপস্থিত হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান। অন্যদিকে সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং শাহরুখ খান (Shahrukh Khan)-ও। এর পাশাপাশি ছিলেন আরও অন্যান্য তারকারা।

তবে এদিন সেখানে তিনি এমন ব্যবহার করেন যার জন্য তিনি চর্চিত হচ্ছেন নেটজনতার কাছে। এদিন দেখা যায় সেই অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের সাথে ছবি তুলছেন আরিয়ান (Aryan)। তবে ছবি তোলার সময় তাকে বেশ কিছুটা দূরত্ব রাখতে দেখা যায়। আর তার এই ব্যবহারেই আপ্লুত হয় নেটবাসী। সলমন খান (Salman Khan)-এর মতো স্বভাব বলে মন্তব্য করা হয় তাকে। পাশাপাশি নেট নাগরিক তাকে ভালোবাসা দিয়ে ‘সুপুরুষ’ বলেও অভিহিত করেন।

অন্যদিকে শাহরুখ (Shahrukh) পুত্র আরিয়ান (Aryan)-এর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায়, তিনি খুব শীঘ্রই বলি (Bolly) ইন্ডাস্ট্রিতে কাজ করতে চলেছেন। তবে অন স্ক্রীন নয়, তাকে দেখা যাবে ক্যামেরার পিছনে। যা তিনি নিজেই সকলকে জানিয়েছেন। তবে এখন অপেক্ষা তার সিনেমা মুক্তি পাওয়ার।

Related Articles