বিনোদন

স্কুল ড্রেস পরে দাড়িয়ে থাকা এই বাচ্চা ছেলেটি বর্তমানে টলিউডের নামকরা সুপারস্টার, চিনতে পারছেন অভিনেতাকে?

সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যেখানে বহু পুরোনো জিনিস খুব সহজেই ভাইরাল হয়ে যায়। খুব শীঘ্রই প্রতিক্রিয়া পাওয়া যায় বলেই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা তুঙ্গে। তেমনি টলি পাড়ার তারকাদের নানান ছবি ও ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি অঙ্কুশ (Ankush Hazra) হাজরার একটি ছোটোবেলার ছবি ভাইরাল হয়েছে। তবে সেই ছবি দেখে বোঝার উপায় নেই তিনিই আজকের অঙ্কুশ। সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসে আজ তিনি অভিনেতা হয়েছেন।

আর পাঁচ জন সাধারণ মধ্যবিত্ত পরিবারে মানুষ তিনি। তাই তার পরিবারের তরফে পর্দার সামনে কাজ করার অনুমতি মেলেনি। তবে অঙ্কুশ থেমে থাকেননি৷ বর্ধমানের হোলি রক স্কুল ও পরে ইস্টওয়েস্ট মডেল স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। এরপর কলকাতা আসেন তিনি। চোখে অভিনেতা হওয়ার স্বপ্ন থাকলেও প্রথমে দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বি টেক করেছিলেন।

পাশাপাশি টলি পাড়ায় নানান অডিশন দেওয়ার কাজও চলছিল তার। ইতিমধ্যে তখন টলি পাড়ায় দেব ও জিৎ বেশ জনপ্রিয় অভিনেতা। তাই সেখানে দাঁড়িয়ে এমন ছাপোষা মধ্যবিত্ত তরুণকে সহজে কেউ সুযোগ দিতে চায়নি। অনেক বাধা পেরিয়ে ২০১০ সালে পীযূষ সাহার ছবি ‘কেল্লাফতে’-তে অভিনয় করেন তিনি। এই ছবিটি বক্স অফিসে মারাত্মক ফ্লপ হয়।

এরপর ২০১২ সালে অঙ্কুশকে নতুন ছবিতে সুযোগ দেন পরিচালক রাজিব বিশ্বাস। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ইডিয়ট’ ছবিতে অভিনয়ের সুযোগ পান অঙ্কুশ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অঙ্কুশ অভিনয়ের সুযোগ পেয়েছেন। খারাপ সময়কে কাটিয়ে নিজের প্রতিভার জেরে আজ তিনি জনপ্রিয় হয়েছেন।