ফের দাদু হলেন ‘বিগ বি’ অমিতাভ, আনন্দে উচ্ছসিত বচ্চন পরিবার

[6:43 am, 03/02/2022] Tulika (SS): বচ্চন পরিবারে বইছে খুশির হওয়া! দ্বিতীয়বারের জন্য ফের দাদু হলেন অমিতাভ বচ্চন। পরিবারে এলো নতুন অতিথি। বচ্চন পরিবারের তৃতীয় জেনেরাশনে হলো আরেক সংযুক্তি। অমিতাভের ভাই অজিতাভের মেয়ে নয়নার কোল আলো করে এলো এক পুত্রসন্তান। অভিনেতা কুনাল কাপুর এই সুখবর এদিন নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টের মাধ্যমে দিলেন ভক্তগনদের!
2015 সালে অমিতাভের ভাইজি নয়নাকে বিয়ে করেন অভিনেতা কুনাল কাপুর। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এদিন তাদের জীবনের নতুন অতিথির আগমনীবার্তা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়ে লেখেন, “আমাদের সমস্ত শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, নয়না ও আমি মা বাবা হলাম”।
তারকাজুটিকে তাদের জীবনের এই নতুন ইনিংসে শুভকামনা জানিয়ে হৃত্বিক রওশন থেকে সুজান খান, সোনালী বেন্দ্রেসহ বচ্চন পরিবারের সদস্য স্বেতা বচ্চন, অমিতাভ বচ্চনরা জানান শুভেচ্ছাবার্তা! এছাড়াও তাদের জীবনের খুদে সদস্যের প্রতি শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি নেটিজেনরাও।
View this post on Instagram
শেষবারের জন্য “দা আম্পায়ার” ওয়েব সিরিজে শেষবারের জন্য দেখা দিয়েছিলেন অভিনেতা। বেশ কিছু বলিউড ফিল্মে কাজ করবার পর, অভিনেতার পাইপলাইনে সামনে রয়েছে অনেক কাজ। যদিওবা অমিতাভ বচ্চনকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়নি, তবুও অঙ্গদ বেদি, দিয়া মির্জা সহ বহু বলিউডি তারকাদের এই দম্পতিকে অভিনন্দন জানাতে জানা গিয়েছে!