দিদিয়ার পাশে বসে জমিয়ে প্রেম উচ্ছেবাবুর! মিঠাইয়ের সেটে আদৃত-কৌশাম্বীর প্রেমলীলা দেখে হাঁ ভক্তরা

Advertisement

শুটিংয়ের ফাঁকে আদৃত-কৌশাম্বী যা করল, তা দেখে তাদের প্রেমলীলায় স্ট্যাম্প দিলেন নেটজনতা। জি বাংলার এক জনপ্রিয় পুরোনো ধারাবাহিক হলো ‘মিঠাই’ (Mithai)। যে ধারাবাহিকে সিদ্ধার্থ-মিঠাই জুটির খুনসুটি দর্শকদের বেশ পছন্দের। মাঝেমধ্যেই প্রকাশ্যে আসে এই ধারাবাহিকের শুটিং সেটে ঘটা বিভিন্ন মুহূর্ত। সাম্প্রতিক নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেরকমই শুটিংয়ের ফাঁকে হল্লা পার্টির এক ভিডিও। তবে সেই ভিডিওতে দর্শকদের নজর আটকেছে আদৃত-কৌশাম্বী (Adrit-Kaushambi)-র উপর। যা দেখে আবারও দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন নেট নাগরিকরা। কি এমন দেখলেন নেটজনতা?

Advertisements

প্রসঙ্গত, গত বছর থেকেই নেটপাড়ায় গুঞ্জন উঠেছে আদৃত-কৌশাম্বী (Adrit-Kaushambi)-র প্রেমলীলা নিয়ে। তবে কখনোই তাঁরা এই বিষয়ে মুখ খোলেননি। তাঁরা একে অপরকে বন্ধু বলে স্বীকার করেছেন। কিন্তু বারংবার সোশ্যাল মিডিয়ায় তাঁদের দুজনের কান্ডকারখানা দেখে দুই-এ দুই-এ চার করে ফেলছেন নেট নাগরিক। তবে সাম্প্রতিক নেটজনতা যে ভিডিওটি দেখেছেন তা দেখে নিঃসন্দেহে আদৃত-কৌশাম্বীর প্রেমে স্ট্যাম্প দিয়েছেন নেটজনতা। সাম্প্রতিক ইউটিউবে (Youtube) ভাইরাল হয়েছে একটি ভিডিও।

Advertisements

যেখানে দেখা গিয়েছে মিঠাই সেটে শুটিংয়ের ফাঁকে আড্ডায় মজেছে হল্লা পার্টি। ভিডিওটিতে শুটিংয়ের ফাঁকে আড্ডা দিতে দেখা গেছে মিঠাই (Mithai), রাজীব (Rajib), সোম (Som), তোর্ষা (Torsa) এবং শ্রী (Sree)-কে। তবে ওই ভিডিওটিতে দর্শকদের নজর গিয়েছে অন্যদিকে। ভিডিওটিতে দেখা যায় এক কোণায় বসে এক হাতে স্ক্রিপ্ট এবং এক হাতে মোবাইল নিয়ে বসে রয়েছে কৌশাম্বী (Kaushambi)। তারপরেই হঠাৎ করে কৌশাম্বীর হাত থেকে ফোন নিয়ে সেই ফোন ঘাটতে শুরু করে দেন আদৃত (Adrit)। এই সব ঘটনা ক্যামেরাবন্দি হলেও তাঁদের এই নিয়ে কোনো হেলদোল নেই।

আর এই কাণ্ড দেখেই অবাক হন দর্শকরা। তারা নিঃসন্দেহে ভাবেন আদৃত-কৌশাম্বী (Adrit-Kaushambi)-র মধ্যে সম্পর্ক রয়েছে। তবে আদৃত-কৌশাম্বী (Adrit-Kaushambi)-র এই খুনসুটি দেখে অনেকেই আক্রমণ করেন এই জুটিকে। কেউ কটাক্ষ করে বলেন, কৌশাম্বীর ফোন কন্ট্রোল করেন আদৃত, পুরো নিব্বা নিব্বি জুটি। আবার অন্যদিকে এক ইন্টারনেট ব্যবহারকারী বলেন, এই জুটির সম্পর্ক বিষয়ে আর কোনো সন্দেহ নেই, এদের জন্যই টিআরপি কমছে মিঠাইয়ের। ফলস্বরূপ বর্তমানে আদৃত-কৌশাম্বীর কোনো কিছুই চোখে সহ্য হচ্ছে না মিঠাই ভক্তদের। ফলে এই জুটির ওপর ক্ষুব্ধ হয়েছেন নেটজনতা।

Related Articles