দেশনিউজ

রেশন কার্ডধারীদের জন্য দুঃসংবাদ! এবার থেকে এই ব্যক্তিরা পাবেন না রেশন, কার্ডও হবে বাতিল

রেশনকার্ডধারীরা দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিনামূল্যে রেশন লাভ করছেন। বিশেষ করে করোনা আবহের পর প্রত্যেক রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্য সরকার। বর্তমানে প্রায় প্রত্যেকটি রাজ্যেই গম ও চাল বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তবে বিভিন্ন সময় এমন বিভিন্ন তথ্য উঠে এসেছে যেখান থেকে জানা গিয়েছে অনেক অযোগ্য ব্যক্তিরাই বিনামূল্য রেশনের সুবিধা লাভ করছেন।

তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই তাদের রেশনকার্ড বাতিল হয়ে যেতে পারে। আপনিও তো নেই সেই তালিকাতে? কী কী শর্তাবলী রয়েছে রেশনকার্ড বৈধ থাকার জন্য? আজ আমরা সেই সম্পর্কেই আলোচনা করবো।

যদি কারোর ১০০ স্কোয়ার মিটারের বেশি ফ্ল্যাট বা বাড়ি অথবা তাদের চার চাকা গাড়ি, ট্রাক্টর থাকে তাদের কার্ড বাতিল হবে।

গ্রামের মধ্যে দু লাখ টাকা প্রতি বছরে উপার্জন হয় বা যাদের আর্মস লাইসেন্স রয়েছে তারা এই রেশনকার্ডের জন্য অযোগ্য।

শীঘ্রই তাদের রেশনকার্ড তহশীল বা ডিএসও অফিসে জমা করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তারা যদি নিজেদের কার্ড না জমা দেন তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।