Ahana Dutta: ‘সোনার চামচ মুখে নিয়ে জন্মাইনি’, নিজের কঠোর পরিশ্রম নিয়ে মুখ খুললেন ভিলেন মিশকা

Advertisement

Ahana Dutta: বহুবার অডিশন দিয়ে অভিনেত্রী হওয়ার স্বপ্নপূরণ মিশকা হরফে অহনার, জানালেন কঠোর পরিশ্রমের কথা। বর্তমানে টেলিভিশনের সিরিয়ালগুলি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সেরকমই এক জনপ্রিয় ধারাবাহিক হলো স্টার জলসার “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa)। যে ধারাবাহিক অন্যান্য ধারাবাহিককে টেক্কা দিয়ে টিআরপি তালিকায় বেশ ভালো জায়গা দখল করে নিয়েছে। তবে এই সবটাই সম্ভব হয়েছে এই ধারাবাহিকে আসন্ন দুই সদস্য সোনা-রুপা (Sona-Rupa)-র জন্য। সূর্য-দীপা (Surya-Deepa)-র এই দুই মেয়ে আসার পর থেকেই এই ধারাবাহিক দর্শকদের বেশ আকর্ষণ করেছে।

Advertisements

তবে এই ধারাবাহিকের আরো এক আকর্ষণীয় চরিত্র হল মিশকা (Mishka)। যাকে সূর্যের বন্ধু হিসেবে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে। খলনায়িকা মিশকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahana Dutta)। ধীরে ধীরে এই চরিত্রকে দর্শকদের সামনে তুলে ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন অহনা।তবে তাঁর এই অভিনয় জগতে আসার পথটা খুব একটা মসৃণ ছিল না। সম্প্রতি সংবাদমাধ্যমে এই বিষয়ে মুখ খুললেন মিশকা (Mishka) ওরফে অহনা দত্ত (Ahana Dutta)। তাঁর কথায়, তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মায়নি।

Advertisements

তাঁকে অভিনয় জগতে আসার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। বহুবার অডিশন দিয়ে তবে তিনি এই জায়গায় পৌঁছেছেন। তবে কাজের শুরুতে যে তাঁকে নেগেটিভ রোলে পাঠ করতে হবে তা তিনি কখনোই ভাবেননি। তিনি আরো বলেছেন যে, তিনি এই নেগেটিভ রোলে বা খলনায়িকা চরিত্রে অভিনয় করার অনুপ্রেরণা পেয়েছেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী (Ushasi Chakraborty)-র থেকে। ‘শ্রীময়ী’ (Srimoyee) ধারাবাহিকে যাকে খলনায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

তাই অহনা মনে করেন যে জুন আন্টির মতো তাঁর চরিত্রটিও দর্শকদের কাছে একদিন বেশ জনপ্রিয়তা পাবে। তবে অভিনেত্রী হওয়ার আগে অহনা দত্তের টেলিভিশনে যাত্রা শুরু হয় জি বাংলার ডান্স বাংলা ডান্সের মাধ্যমে। একজন নৃত্যশিল্পী হিসেবে তিনি সকলের কাছে খ্যাতি অর্জন করেন। তবে পরবর্তীতে তিনি প্রথম ধারাবাহিকে অভিনয় করে বাজিমাত করে দিয়েছেন। তবে তাঁর এই চরিত্র শেষ পর্যন্ত দর্শকদের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠতে পারে সেটাই দেখার।

Related Articles