মাথা ভর্তি সিঁদুর, চুপিসারে বিয়ে করে ফুলশয্যার খাটে ‘ঝিলিক’ তিথি!

গোপনে বিয়ে সেরে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু! তার পোস্ট করা একটি ছবি দেখার পর এমনই জল্পনা শুরু হয়েছে দর্শকমহলে। ‘তোমায় ছাড়া ঘুম আসেনা মা’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিথি। সেখানে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ধারাবাহিকটি দীর্ঘ পাঁচ বছর সম্প্রচারিত হয়েছিল।
এই ধারাবাহিকের মাধ্যমেই পরিচিতি তৈরি করেছিলেন তিনি। তবে ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও আজও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি বরং এখনো তাকে ঝিলিক নামেই বেশি চেনেন দর্শকেরা। অন্যদিকে বর্তমানে যুবতী হয়ে উঠেছেন তিনি। ইতিমধ্যেই শেষ করেছেন কলেজের পড়াশোনা। এমনকি খুলেছেন নিজস্ব ইউটিউব চ্যানেল।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভালোরকম সক্রিয় থাকেন তিনি। নিত্যদিন সেখানে নানান ছবি ও ভিডিও ভাগ করে নেন। সম্প্রতি সেখানেই একটা ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। যা দেখার পর জল্পনা হয়তো গোপনে বিয়ে সেরে ফেলেছেন তিনি। সেই পোস্টে দেখা যাচ্ছে বউয়ের সাজে খাটের উপর বসে রয়েছেন তিনি। নেপথ্যে বেজে চলেছে ‘মায়াবন বিহারিনী’ গানটি।
যা দেখার পর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ একজন লিখেছেন, ‘বিয়ে করে ফেললে নাকি গো?’ আরো একজন লিখেছেন, ‘বিয়ে করে ফুলশয্যাও হয়ে গেল?’ যদিও তার উত্তরে তিথি লিখেছেন, ‘কোনোটাই করার মতোন লোক নেই দিদি।’ আসলে ধারাবাহিকে অভিনয়ের জন্য এই সাজে সেজে উঠেছিলেন তিনি। সেটিই আরও একবার পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।