যৌবনে ঝড়ে পড়তো গ্ল্যামার, বর্তমানে ‘বেদের মেয়ে জোসনা’র অবস্থা জানলে গায়ে কাটা দেবে

Advertisement

ওপার বাংলা থেকে টলি পাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন এক নায়িকা। পেয়েছিলেন ছবিতে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ। কিন্তু সেইসব হারিয়ে ফেললেন তিনি। আর জনপ্রিয়তা তার কাছ ঘেঁষে না৷ আর তা নিয়ে আক্ষেপ কম নেই তার। তিনি হলেন বাংলাদেশের ছবির জগতের জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষ (Anju Ghosh)। সেইসময় টলি পাড়ায় প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, তাপস পালের রমরমা।

Advertisements

আর সেইসময় মুক্তি পায় বাংলাদেশের ছবি ‘বেদের মেয়ে জোসনা’। ছবিটি বেশ জনপ্রিয় হয়ে গিয়েছিল সেইসময়। সাড়া ফেলে দিয়েছিল এপার বাংলা সহ চারিদিকে। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ও অঞ্জু ঘোষ। ছবিটিতে অভিনয়ের মধ্যে দিয়ে অঞ্জু ঘোষ এপার বাংলাতেও জনপ্রিয়তা লাভ করেন। এরপর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি।

Advertisements

এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হারিয়ে গেলেন তিনি। কিন্তু তার অভিনীত ছবিটি যা ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল তা এখনও মানুষের কাছে অমলিন। কিন্তু সেই অভিনেত্রী আজ হারিয়ে গিয়েছেন। কী পরিস্থিতিতে রয়েছেন অভিনেত্রী? কী খবর তার! বাংলাদেশের ছবিতে এরপর অভিনয় শুরু করেন অঞ্জু। কিন্তু জনপ্রিয় হতে পারেননি। আর তা নিয়ে আক্ষেপ কম নেই তার।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার সামনে দু’টি রাস্তা খোলা আছে। হয় আত্মহত্যা নয় অভিনয়ে ফেরা। আগের মতন তিনি আর অভিনয়ে নাচ করতে পারবেন না। তাই তার বয়সের সঙ্গে মানায় এমন ছবিতে অভিনয় করবেন তিনি। তিনি আরও বলেন, একসময় কত স্টেজ শো করেছেন তিনি। তিনি ভেবেছিলেন বাংলাদেশে সবাই আছে। কিন্তু সব আশা শেষ। তার ছবিতে ফেরা নিয়ে আশাবাদী ছিলেন তিনি। কিন্তু সেসব আর হলো না।

Related Articles