টেক নিউজনিউজ

Redmi Note 13 Series: অপেক্ষার অবসান, আগামীকাল আসতে চলেছে শাওমির বিরাট চমক

লঞ্চ হতে চলেছে Redmi Note 13 Pro+, তিনটি কালার অপশনে মিলবে ফোনটি

Advertisement
Advertisement

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা শাওমির অধীনস্থ ব্র্যান্ড রেডমি ইতিমধ্যে বাজারে Note 13 সিরিজের (Redmi Note 13 Series) স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপাতত ভাবে Note 13 সিরিজের তিনটি মডেল বাজারে লঞ্চ করা হবে। যার মধ্যে রয়েছে Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+। উক্ত মডেলগুলি সম্পর্কে ইতিমধ্যেই অনেক তথ্য প্রকাশিত হয়েছে। এবার Redmi Note 13 Pro+ মডেলের কালার অপশন সম্পর্কে অফিসিয়াল ভাবে তথ্য প্রকাশ করলো সংস্থা।

ইতিমধ্যেই Note 13 Pro+ এর একটি কালার অপশন প্রকাশ্যে আনা হয়েছিল। গত সপ্তাহেই রেডমি অফসিয়াল ভাবে ঘোষণা করেছিল যে, Note 13 Pro+ লাইট ড্রিম স্পেস কালারে বাজারে আসবে। তবে গত কাল সংস্থা এই মডেলের আরো দুটি কালার অপশন প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, Note 13 Pro+ লাইট ড্রিম স্পেস কালারের সঙ্গে মিরর হোয়াইট এবং মিডনাইট ব্ল্যাক কালার ভেড়িয়েন্টে পাওয়া যাবে। এছাড়া এই মডেলের ব্যাক প্যানেল গ্লসি হবে।

Redmi Note 13 Series এর সম্ভাব্য স্পেসিফিকেশন
  1. Redmi Note 13 Pro+-এ ৬.৬৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে লাগানো হয়েছে, যা ১.৫কে রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করবে। ডিসপ্লের মধ্যে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
  2. এই স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত হবে। স্মার্টফোনটিতে পাওয়া যাবে ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজে।
  3. ফটোগ্রাফির জন্য থাকবে ২০০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
  4. এছাড়া শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, যা ৫,১২০ এমএএইচ ক্যাপাসিটি যুক্ত। সঙ্গে মিলবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী কাল অর্থাৎ ২২শে সেপ্টেম্বর শাওমির (Redmi Note 13 Series) -এর Redmi Note 13 ও Redmi Note 13 Pro মডেলের সঙ্গে লঞ্চ করা হবে Redmi Note 13 pro+। ভারতীয় বাজারে এই স্মার্টফোনটি দাম হবে ৩২,৯৯০ টাকা।

Related Articles