দেশনিউজ

গোটা দেশকে চমকে দিয়ে করোনা মুক্ত ভারতের এই একটি জায়গা

Advertisement
Advertisement

করোনাভাইরাস মোকাবিলায় সফলতম দেশ হিসেবে বারবার সামনে আসছে দক্ষিণ কোরিয়া তাইওয়ান ও হংকং এর নাম যদিও এই দেশগুলিতে কম হলেও করোনাভাইরাস এর মৃত্যুর ঘটনা আছে। কিন্তু জানেন কি দেশের একটি মাত্র জায়গা যেখানে একজন করোনায় আক্রান্তই হননি। 36 টি দ্বীপ নিয়ে গঠিত আরব সাগরের উপর অবস্থিত লাক্ষাদ্বীপ একমাত্র যেখানে করোনার শিকার হননি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন বাকি দেশগুলির থেকে অনেক আগে থেকেই কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল লাক্ষাদ্বীপ। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না আবার খুব প্রয়োজন ছাড়া দ্বীপ ছেড়ে বেরোতেও দেওয়া হচ্ছিল না। একমাত্র এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর জন্যই লাক্ষাদ্বীপ আজ করোনার হাত থেকে মুক্ত। সেখানকার এমপি মোহাম্মদ সজল জানিয়েছেন বহিরাগতদের প্রবেশ সময়মতো আটকাতে পেরেছিলেন বলেই এই অসাধ্য সাধন ঘটেছে।

জানুয়ারির শুরুতেই কেরলে প্রথম করোনাভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া যায় তারপরই লাক্ষাদ্বীপের প্রশাসন সতর্ক হয়ে যান। সেই সময় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ হয়, এন্ট্রি পারমিট নিয়ে কাজ করতে আসা শ্রমিকদেরও আসতে দেওয়া হয়না, বহু জায়গায় 144 ধারা জারি করা হয় আর সবচেয়ে বড় কথা সেখানকার লোকজনও লকডাউন পালন করেন।

যারা খুব প্রয়োজনে কচিতে গিয়েছিলেন তাদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয় সেখানে। সাতদিন থেকে টেস্ট করিয়ে তবেই এখানে আসতে দেওয়া হয়েছিল তাদের। এখনো পর্যন্ত বিদেশ থেকে কেউ ফিরলে কোচিতে কোয়ারেন্টাইন করা হচ্ছে পর্যটন ব্যবস্থা ক্ষতির মুখে পড়লেও সংক্রমণ ঠেকাতে পেরেছেন তারা।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles