অফবিটনিউজ

Chanakya niti: কী কারণে স্বামী পরস্ত্রীর প্রতি আকৃষ্ট হন? উল্লেখ করেছেন চাণক্য

কেন স্বামীরা পরস্ত্রীর প্রতি ঝোঁকেন, কি বলেছেন চানক্য

Advertisement
Advertisement

আচার্য চাণক্য তাঁর নীতি শাস্ত্রে (Chanakya niti) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পরিবার সহ সমাজের অনেক বিষয়ের নিয়ম উল্লেখ করেছেন। যে নিয়ম গুলি বর্তমান সময়েও প্রযোজ্য। চাণক্য নীতি মেনে চলা কঠিন হলেও, মানতে পারলে জীবনে মধুর হয়ে ওঠে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি নিয়েও বেশ কিছু কারণ চাণক্য উল্লেখ করেছেন তাঁর নীতি শাস্ত্রে। যেখানে বলা হয়েছে, কোন কারণে স্বামী পরস্ত্রীর প্রতি অকৃষ্ট হয়ে পড়ে। চলুন জেনে নিন সেই কারণ।

১) তিক্ত কথা বার্তা

চাণক্য নীতি (Chanakya niti) অনুযায়ী, বিবাহিত জীবন যত পুরানো হতে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তত তেতো হতে থাকে। এর মধ্যে স্বামী স্ত্রী উভয়ের কথা বার্তাতেও মধু থাকে না। ফলে উভয়ই ভালো থাকার জন্য অন্য কাউকে খুঁজে নেই। একটা সময় পর স্ত্রীর কথা যখন তেতো হয়ে ওঠে, তখন স্বামী ভালোবাসার সন্ধানে অন্য নারী খুঁজে নেই।

২) খেয়াল না রাখা

বিয়ের প্রথম প্রথম স্বামী স্ত্রী উভয় উভয়ের প্রতি খুব যত্নবান হয়ে থাকে। তবে সময় যত বাড়তে থাকে একে অপরের দিকে বেশি নজর দেয় না। এমনকি খেয়াল রাখতে ভুলে যায়। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে। এতে করে একে অন্যের দিকে আঙ্গুল তুলতে শুরু করে এবং স্বামী ভালো থাকার জন্য পরস্ত্রী খুঁজে নেয়।

৩) বিশ্বাস না রাখতে পারা

চাণক্য নীতি (Chanakya niti) অনুযায়ী, বিবাহিত জীবন টিকে থাকে বিশ্বাসের উপর। আর সেই বিশ্বাস যদি ক্ষুন্ন হয় তবে সম্পর্কও ভেঙে যায়। একবার বিশ্বাস ভেঙে গেলে, সেই বিশ্বাস আর জোড়া লাগে না। আর তাই সম্পর্কে চির ধরে এবং স্বামী অন্য কাউকে খুঁজে নেয়।

৪) সন্তানের দায়িত্ব ভার (Chanakya niti)

বিয়ের প্রথম দিকে স্বামী স্ত্রী যেভাবে সময় কাটান, একটা সন্তান হয়ে যাওয়ার পর সেই সময়টা কাটাতে পারেন না। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়। এর কারণে অনেক পুরুষ একাকীত্ব বা সময় কাটাতে গিয়ে অন্য নারীতে আকৃষ্ট হয়ে পড়ে।

Related Articles