টেক নিউজ

এবার মার্কেট কাঁপাবে Royal Enfield Shotgun 650, জানুন দাম ও ফিচার

Advertisement
Advertisement

Royal Enfield: বাজারে লঞ্চ হল রয়্যাল এনফিল্ডের নতুন বাইক। আকর্ষণীয় কালার প্যালেট ও দুর্দান্ত ডিজাইনের রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ (Royal Enfield Shotgun 650)। বর্তমানে বাজারে হিমালয়ান ৪৫০-এর পাশাপাশি চর্চায় শটগান ৬৫০-ও। বাইকটি লঞ্চ করা হয় গোয়ায় আয়োজিত মোটরভার্স ২০২৩ (Motoverse 2023)-এ। কোম্পানি সূত্রে জানা গিয়েছে, আপাতত ২৫টি ইউনিট তৈরি হবে এবং এগুলো বিক্রি হবে লাকি-ড্রয়ের মাধ্যমে।

Royal Enfield

রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ ফিচার্স ও ডিজাইন (Royal Enfield Shotgun 650 Features & Design)

কালো ও নীল রঙের প্যালেটে প্রকাশ্যে আসা রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ বাইকে আছে সিঙ্গেল পিস সিট, হেডল্যাম্প, বার-এন্ড মিরর, ট্রিপার নেভিগেশন, এলইডি লাইটিং ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

Web Series

রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ ইঞ্জিন ও মাইলেজ (Royal Enfield Shotgun 650 Engine & Mileage)

রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০ বাইকে আছে এয়ার/অয়েল কুল্ড প্যারালাল টুইন ইঞ্জিন, যা ৬৫০ সিসি সম্পন্ন। এই ইঞ্জিন খুব সহজেই ৪৭ এইচপি শক্তি ও ৫২ এনএম টর্ক সরবরাহ করার ক্ষমতা রাখে। রয়েছে ৬ স্পিড গিয়ারবক্সও।

Royal Enfield Shotgun 650

রয়্যাল এনফিল্ড শটগান ৬৫০-এর দাম (Royal Enfield Shotgun 650 Price)

বিশেষজ্ঞদের কথায় এই বাইকে আছে সুপার মিটিওর মতো ইঞ্জিন। এই কারণ দেখিয়ে আগে অনেকেই দাবি করেছিলেন যে, এই বাইকটি সুপার মিটিওর ৬৫০-এর তুলনায় ১০-২০ হাজার টাকা সস্তায় বিক্রি হতে পারে বাজারে। এদিকে বাইক প্রকাশ্যে আসতেই জানা গেল এর আসল দাম। সুপার মিটিওর এক্স-শোরুমে যেখানে ৩.৫৪-৩.৮৪ লক্ষ টাকায় উপলব্ধ রয়েছে। সেখানে শটগান পাওয়া যাচ্ছে ৪.২৫ লক্ষ টাকায়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles