টেক নিউজদেশনিউজলাইফস্টাইল

করোনা আতঙ্ক! work@home পরিষেবা চালু করলো BSNL! একদম ফ্রি সুবিধা পাবেন গ্রাহকরা

Advertisement
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাস এর জেরে জেরবার বিশ্ব ।করোনা ভাইরাস এর ওষুধ আবিষ্কার নিয়ে চলছে আলোচনাও ।কিন্তু ভারতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসের সংক্রমনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী চেয়েও ভয়ংকর বলে ব্যাখ্যা করেছেন ।সতর্কতার কথা ভেবে বর্তমানে গোটা দেশেই বন্ধ স্কুল কলেজ shopping mall সিনেমা সিরিয়াল শুটিং ইত্যাদি।গতকাল থেকে বন্ধ হয়েছে প্যাসেঞ্জার ট্রেন এমনকি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় লক ডাউন ঘোষনা করা হয়েছে।

দেশের বেশিরভাগ কর্মস্থান গুলিতে বর্তমানে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করা হয়েছে। খুব প্রয়োজনীয় ছাড়া বেরোতে নিষেধ করা হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে ইন্টারনেট সমানভাবে প্রয়োজনীয় তাই গ্রাহকদের বিনামূল্যে ডেটার সুবিধা দিতে চলেছে বিএসএনএল। একেবারে বিনামূল্যে work@home ব্রডব্যান্ড plan চালু করেছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম।

আন্দামান ও নিকোবর সহ দেশের বিভিন্ন রাজ্যের সমস্ত BSNL গ্রাহকরা এই ব্রডব্যান্ড পরিষেবা পাবেন ।তবে শর্ত একটাই যে সমস্ত গ্রাহকদের লান্ডলাইন কানেকশন রয়েছে তারাই একমাত্র বিনামূল্যে পাবেন এই সুবিধা। সেই plan এ গ্রাহকরা 10 এ বি পি এস স্পিডে প্রতিদিন 5 জিবি ডাটা ব্যবহারের সুযোগ পাবেন। 5 জিবি ডাটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 1 MBPS এ নেমে আসবে। এই প্লানে কোন ফলোআপ লিমিট থাকছে না।

সংস্থার বিশ্বাস যে সমস্ত গ্রাহক ল্যান্ডলাইন পরিষেবা ব্যবহার করেন অথচ ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহার করেন না তারাও এই plan এ আগ্রহী হয় ব্রডব্যান্ড পরিষেবা নেওয়া শুরু করবেন এতে মানুষ বাড়িতে থেকেই কাজ করতে পারবেন বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে পারবেন

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles