টেক নিউজনিউজ

তেল খরচ নামমাত্র, ঝাক্কাস মাইলেজের সঙ্গে কিনুন এই ৫টি স্কুটার, দাম হাতের নাগালে

Advertisement
Advertisement

বাজারে চোখ ঘোরালেই এখন দেখা যাবে হাজারো ফ্যান্সি বাইক..কিন্তু যখনই প্রতিদিনের প্রয়োজনের কথা মাথায় আসে তখনই ভাবতে বসতে হয় মাইলেজের কথা। ভালো মাইলেজ দেবে আবার দাম হবে পকেট ফ্রেন্ডলি এমনই স্কুটারের খোঁজে থাকেন বেশিরভাগ মানুষ। আজ আজকে প্রতিবেদনে রইল এমনই কিছু স্কুটারের খোঁজ-

১)Yamaha Ray ZR125 Hybrid- দুর্দান্ত মাইলেজের কথা বললে সাশ্রয়ী মূল্যে অন্যতম অপশন হতে পারে এটি। হাইব্রিড সেটআপ থাকার কারণে এটি এক লিটার পেট্রলে ৭১.৩৩ কিলোমিটার পথ ছুটতে সক্ষম। এতে দেওয়া হয়েছে ১২৫ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন যা থেকে সর্বোচ্চ ৮.২ এইচপি শক্তি এবং 10.2 এমএম টর্ক পাওয়া যায়। এটি কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৭৩০ টাকা।

২)Yamaha Fascino 125 FI- এতে উপস্থিত রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এক লিটার পেট্রোলের এটি ৬৮ কিলোমিটার মাইলেজ দেয়। এর মোটর থেকে সর্বোচ্চ উৎপাদিত শক্তির পরিমাণ ৮.২ বিএইচপি আর টর্কের পরিমাণ ১০.২এনএম। বর্তমানে এর দাম ৭৮,৬০০ টাকা।

৩)Hero Maestro Edge 125- এই বাইকটিতে রয়েছে ১২৪ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন। কোম্পানির দাবী এর থেকে উৎপাদিত মাইলেজ ৬৫ কিলোমিটার। আর ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তির পরিমাণ 9 bhp আর ১০.৪ এনএম টর্ক।

৪)TVS Jupiter- টিভিএস মোটর কোম্পানির অন্যতম জনপ্রিয় স্কুটার Jupiter 110. এতে দেওয়া হয়েছে ১০৯.৭ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন। ইঞ্জিন থেকে আউটপুট এর পরিমাণ ৭.৭ বিএইচপি শক্তি ও ৮.৮ এনএম টর্ক। কোম্পানির দাবি এর থেকে সর্বোচ্চ ৬৪ কিলোমিটার মাইলেজ মেলে। স্কুটারটি কিনতে খরচ পড়বে ৭৩,৩৪০ টাকা।

৫)Honda Activa 125- এতে দেওয়া হয়েছে 125 cc এয়ারকুল্ড ইঞ্জিন যার আউটপুট ৮.১৮ বিএইচপি শক্তি এবং ৮.৮৯ এমএম টর্ক। কোম্পানির দাবি ৬০ কিলোমিটার মাইলেজ প্রদানে সক্ষম। Honda Activa 125এর এক্স শোরুম দাম ৭৯,৮০৬ টাকা।

Related Articles