টেক নিউজ

iPhone 15-র মতো ফিচার্স রয়েছে ১০ হাজারের এই ফোনে, মার্কেটে আসতেই হুড়িয়ে বিক্রি শুরু

Advertisement
Advertisement

Infinix Smart 8 HD: খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৮ এইচ ডি। সূত্রের খবর অনুযায়ী ইনফিনিক্সের এই ফোন ৮ ডিসেম্বর তারিখে ভারতে লঞ্চ হবে (Infinix Smart 8 HD launch date)। বিশেষজ্ঞদের অনুমান, এই ফোনের দাম ১০ হাজার টাকার কম হতে পারে। চলুন দেখে নেওয়া যাক, এই ফোনে কী কী ফিচার্স পাওয়া যাবে।

Infinix Smart 8 HD

ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফিচার্স (Infinix Smart 8 HD Features)

১. ম্যাজিক রিং (Magic Ring): ইনফিনিক্স একটি নতুন ফিচার এনেছে ফোনে। এই নয়া ফিচার ‘ম্যাজিক রিং’ নামে পরিচিতি লাভ করেছে। এক্ষেত্রে বড়ির আকারের মতো একটি দন্ড সেলফি ক্যামেরা স্পট থেকে উঠে আসে। এক্ষেত্রে আপনার মনে হতে পারে, এটা আবার কী জন্য দিয়েছে! জানলে অবাক হবেন, এটা শুধুমাত্র দেখানোর জন্য দেয়নি, এর কাঁধে রয়েছে একাধিক কাজের দায়িত্ব। আপনি যখন আপনার মুখমণ্ডলের সাহায্যে ফোনের লক খুলবেন, আপনার ফোনে যখন নোটিফিকেশন আসবে, আপনার ফোনের চার্জ যখন ১০০% হবে বিশেষ অ্যানিমেশন দেখাবে। এমনকি এটি ফোন কল ম্যানেজ করতেও সাহায্য করবে। এককথায় এই ফোনে আইফোন ১৫ (iPhone 15) ও রিয়ালমি সি৫৫ (Realme C55)-এর মতো দামী ফোনের ফিচার্স পাওয়া যাবে।

Madhyamik Exam 2024
মাধ্যমিক নিয়ে আরও কড়াকড়ি পর্ষদ, প্রশ্নপত্র ‘লিক’ ঠেকাতে নয়া ব্যবস্থা

২. ডিসপ্লে (Display): এই ফোনেতে আছে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে (HD+ Display)। যা উজ্জ্বল রঙে একদম দারুণ দেখতে লাগবে এবং ব্যবহারকারীর ভিজুয়াল অভিজ্ঞতা দারুণ হবে। ফাস্ট চার্জিংয়ের জন্য আছে টাইপ-সি ইউএসবি (Type C)-ও। একইসঙ্গে আছে ইউএফএস ২.২ ইনবিল্ট স্টোরেজ, যা স্মুথ পারফরম্যান্স দেবে ফোনে।

Infinix Smart 8 HD

৩. ক্যামেরা: ফটোগ্রাফির শখ থাকলে জেনে খুশি হবেন যে, এতে আছে ডুয়াল রিয়ার ক্যামেরাও। পাশাপাশি আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যার ফলে ফোনের সুরক্ষা বিঘ্নিত হবে না।

৪. রং: এই ফোন আসছে একাধিক রঙের ভ্যারিয়েন্টে। টিম্বার ব্ল্যাক (Timber Black), শাইনি গোল্ড (Shiny Gold), গ্যালাক্সি হোয়াইট (Galaxy White) ও ক্রিস্টাল গ্রীন (Crystal Green) রঙে পাওয়া যাবে এই ফোন। এই ফোনের লুক আপনার জন্য ‘ফ্যাশন স্টেটমেন্ট’-এর কাজ করতে পারে।

ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি দাম (Infinix Smart 8 HD Price): বিশেষজ্ঞদের মতে এর দাম ১০ হাজার টাকারও কম হতে পারে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles