Advertisements

দেখতে ঝাক্কাস, ওলার বুকে কাঁপুনি ধরাতে লঞ্চ হতে চলেছে Honda Dio Ev, এক চার্জে রেঞ্জ দেবে ১৩০ কিমি

Advertisements

গাড়ির দুনিয়ায় বেশিরভাগ সংস্থা তাদের কারখানায় তৈরি করেছে বৈদ্যুতিক গাড়ি। আর এই তালিকায় বাদ নেই হন্ডা। এবার তারাও তাদের একটি পেট্রোল চালিত স্কুটার বৈদ্যুতিক ভার্সনে লঞ্চ করতে চলেছে আর সেটি হল হন্ডা ডিও। মনে করা হচ্ছে Honda Dio Ev স্কুটারটি আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ করবে।

তবে কি কি নিয়ে গাড়িটি বাজারে আসতে চলেছে তা এবার জেনে নেওয়া যাক। জানা যাচ্ছে, এই গাড়িতে ব্যাটারি ক্যাপাসিটি থাকবে ৪.৫ kWh। সম্পূর্ণ চার্জে গাড়িটি ১৩০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে। স্ট্যান্ডার্ড চার্জিং-এ গাড়িটির ব্যাটারিটি ৬:৩০ থেকে ৮ ঘন্টা সময় নিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে দ্রুত চার্জিং-এর মাধ্যমে সময় আরও ২:৩০ ঘন্টা কমিয়ে আনা যেতে পারে।

এই ফিচার্সটি জরুরি হয়ে পড়ে তাদের জন্য যারা খুব অল্প সময় বাড়িতে থাকতে পারেন এবং কাজের জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরে বেরোতে হয়। গাড়িতে ফিচার্স হিসেবে থাকতে পারে টাইম ক্লক, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, লো ব্যাটারি ইনডিকেটর এবং হাই স্পীড ইন্ডিকেটর। এর মাধ্যমে চালকের কাছে স্কুটারের পারফর্মেন্স সম্পর্কে তথ্য যায়।

যা স্কুটার রাইডিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। একাধিক ফিচার্স নিয়ে তৈরি হওয়া Honda Dio Ev গাড়ির দাম হতে পারে ১.১০ লক্ষ টাকা। বর্তমানে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ার ফলে এই তালিকায় আর পিছিয়ে নেই হন্ডা। এবার তারা আগামী বছর তাদের এই নতুন বৈদ্যুতিক গাড়িটি আনতে চলেছে।

Related Articles