নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Diesel Plant: বায়ো ডিজেল পেতে আজই লাগান ডিজেল গাছ; লাভ করবেন মোটা অঙ্কের টাকা

সারা রাজ্যজুড়ে চাকরির অবস্থা খুব খারাপ, সেই কারণে মানুষ আজকাল ঝুঁকছে ব্যবসার দিকে। তবে ব্যবসা করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন, ব্যবসা কোন জিনিস নিয়ে করবেন এবং স্বল্প বিনিয়োগে কিভাবে মোটা অঙ্কের টাকা আপনি তুলতে পারবেন। বর্তমানে সবাই

Published By: Web Desk | Updated:

সারা রাজ্যজুড়ে চাকরির অবস্থা খুব খারাপ, সেই কারণে মানুষ আজকাল ঝুঁকছে ব্যবসার দিকে। তবে ব্যবসা করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন, ব্যবসা কোন জিনিস নিয়ে করবেন এবং স্বল্প বিনিয়োগে কিভাবে মোটা অঙ্কের টাকা আপনি তুলতে পারবেন। বর্তমানে সবাই ব্যবসা করতে চাইলেও পুঁজির কথা চিন্তা করে অনেকেই পিছিয়ে আসেন। এমন বহু ব্যবসা আছে যা স্বল্প খরচে শুরু করা যায়, আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ডিজেল চাষ (Diesel Plant) করেই উপার্জন করতে পারবেন প্রচুর টাকা।

আপনার জন্য নির্বাচিত

পেট্রোল পাম্প না খুলেই আপনি ডিজেলের চাহিদা মেটাতে পারবেন। আপনি যদি এই ব্যবসা করেন তাহলে ক্ষেতে ফলাতে হবে ডিজেল। ভেবে অবাক হচ্ছেন নিশ্চয়ই ডিজেলের মত জ্বালানি কখনো কি চাষ করা সম্ভব? কিন্তু ঘটনাটি একেবারেই সত্যি এবং ক্ষেতে ডিজেল চাষ (Diesel Plant) করে আপনি উপার্জন করুন লাখ লাখ টাকা।

আশা করি আপনি জেট্রফা গাছের নাম শুনেছেন, এই গাছের বীজ থেকেই তৈরি হয় বায়ো ডিজেল। এই গাছের চাষ করলে আপনি মোটা অঙ্কের টাকা অবশ্যই ইনকাম করবেন। এই গাছকে এককথায় বলে ডিজেল প্ল্যান্ট (Diesel Plant)। এই অবস্থায় এর উৎপাদন বাড়ালে লাভ হবে অনেক। সবথেকে আশ্চর্যের বিষয় হলো আপনি যেকোনো ধরনের জমিতে এর চাষ করতে পারবেন।

আপনি যদি জেট্রফা গাছের (Diesel Plant) চাষ করেন আপনাকে বেশি খরচ করতে হবেনা, কারণ এতে লাগেনা লাঙ্গল, সেচ এবং অধিক অর্থ। একবার গাছ লাগানোর পর আপনি ৪ থেকে ৫ মাস এর যত্ন করুন, আপনাকে অবশ্যই ফল দেবে। গাছের থেকে প্রাপ্ত বীজ তেল উৎপাদন করতে সাহায্য করে। ২৫ থেকে ৩০ শতাংশ তেল বীজের থেকেই বার হয়। কিন্তু তাই বলে কি তাকে ডিজেল বলা চলে? এই তেলের সঙ্গে ডিজেল মিশিয়ে তৈরি করা হয় বায়ো ডিজেল।

বায়ো ডিজেল কিন্তু জীবাশ্ম জ্বালানির বিকল্প পথ। এই ধরনের জ্বালানি উদ্ভিজ্জ তেল, পশুর চর্বি, তেল ইত্যাদি জিনিস থেকে তৈরি করা যেতে পারে। বায়ো ডিজেল কিন্তু পরিবেশবান্ধব জ্বালানি পদার্থ। বর্তমান যুগে পেট্রোল কিংবা ডিজেলের দাম দিনকে দিন বেড়েই চলেছে। তাই মুদ্রাস্ফীতির এই সময়ে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে এই চাষ করা যেতে পারে।