নিউজরাজ্য

বিশাল সুখবর, সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেবে রাজ্য সরকার : কল্পতরু মমতা

উল্লেখ্য রাজ্যে মোট ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসা রয়েছে৷

Advertisement
Advertisement

একুশের দোরগোড়ায় ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষার্থীদের সাইকেল এবং ব্যাগ দেওয়ার পর এবার রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে অনলাইন ক্লাস এর জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ট্যাব উচ্চমাধ্যমিক ও হাই মাদ্রাসার পড়ুয়ারা পাবে।

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন যে করোনা মহামারীর জন্য পড়ুয়াদের অনলাইন ক্লাস এর উপরে এখন নির্ভর করতে হচ্ছে। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, হাই মাদ্রাসার পড়ুয়ারা এই ট্যাব পাবে। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে প্রতিটি সরকারি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়া হবে। উল্লেখ্য রাজ্যে মোট ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল এবং ৬৩৬টি মাদ্রাসা রয়েছে৷

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘করোনা অতিমারীর জন্য ছেলেমেয়েদের এখন অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু অনেক পরিবারের কাছেই একটা কম্পিউটার, ট্যাব কিংবা মোবাইল ফোন কিনে দেওয়ার সামর্থ্য নেই। তাই সেসব পরিবারের ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করতে পারছে না। তাই আমার সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে। যাতে তারা অনলাইনে ক্লাস করতে পারে।’

Related Articles