কলকাতানিউজরাজ্য

৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে মেট্রো পরিষেবা, জেনে নিন মেট্রোর নতুন ১০ টি নিয়ম

কেন্দ্রের নির্দেশে আনলক ৪ পর্যায়ে আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হবে দেশে মেট্রো পরিষেবা। যদিও বাংলাতে মেট্রো পরিসেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে।

Advertisement
Advertisement

দীর্ঘ ৫ মাসের বেশি সময় বন্ধ ছিল মেট্রো পরিষেবা। অবশেষে কেন্দ্রের নির্দেশে আনলক ৪ পর্যায়ে আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হবে দেশে মেট্রো পরিষেবা। যদিও বাংলাতে মেট্রো পরিসেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর থেকে। করোনা আবহে সব রকম ভাবে স্বাস্থ্যবিধি মেনেই এই পরিষেবা চালু করবে কলকাতা মেট্রো। মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে বিশেষ কিছু নিয়মকানুন মেনে এবার মেট্রো পরিষেবা শুরু হবে।

কি কি নতুন নিয়ম থাকবে, জেনে নিন-

১) যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে।
২) এখন থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা।
৩) সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থা থাকবে৷
৪) স্টেশনের বিভিন্ন প্রান্তে হ্যান্ড স্যানিটাইজার মেশিন বসানো থাকবে।
৫) প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক।
৬) প্রত্যেককে মাস্ক ও হাতে গ্লাভস পড়তে হবে।
৭) সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে।
৮) প্রত্যেক স্টেশনে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার মেশিন থাকবে।
৯) কোভিড বিধি মেনে মেট্রোর পরিষেবা দেওয়া হবে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৷
১০) সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটা থাকবে।

Related Articles