অর্থনীতিনিউজ

বছর শেষে দুর্দান্ত অফার, মাত্র ২০০ টাকায় পাওয়া যাচ্ছে ৭০০ টাকার রান্নার গ্যাস

Advertisement
Advertisement

এই মাসে পরপর দু’বার বৃদ্ধি পেয়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ফলে ভর্তুকিযুক্ত ১৪.২ কিলো সিলিন্ডারের দাম ৬৪৪ টাকা থেকে বেড়ে ৬৯৪ টাকা হয়েছে৷ কিন্তু এই মাসে মাত্র ২০০ টাকায় সিলিন্ডার কেনার সুযোগ পাওয়া যেতে পারে। একনজরে দেখে নিন কীভাবে পাওয়া যেতে পারে এই সুযোগ।

এই সুযোগ পাওয়া যাবে পেটিএম থেকে এলপিজি সিলিন্ডার কিনলে। পেটিএম দেবে ৫০০ টাকা ক্যাশব্যাক৷ দেশে ১৪ কেজি সিলিন্ডারের দাম ভর্তুকিসহ ৭০০ থেকে ৭৫০ টাকার মধ্যে৷ পেটিএম-এর ক্যাশব্যাক পেলে সিলিন্ডারের দাম পড়বে মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। HP, Indane, Bharat Gas সব কোম্পানির গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে।

ক্যাশব্যাকের এই সুবিধা পাওয়া যাবে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত। তবে ক্যাশব্যাক পরিষেবা শুধুমাত্র প্রথমবার পেটিএম-এর মাধ্যমে গ্যাস বুকিং করলেই পাওয়া যাবে৷ এই সুবর্ণ সুযোগের মেয়াদ আর মাত্র ২ দিন ৷

পেটিএমের এই সুবিধা পাওয়ার জন্য আপনার পেটিএম অ্যাপটি থাকতে হবে। ফোনে পেটিএম অ্যাপটি আগে থেকে না থাকলে সেটি ডাউনলোড করে নিতে হবে। এরপরের ধাপে পেটিএম খুলে ‘Recharge and Pay Bills’ অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর ‘Book a Cylinder’ সিলেক্ট করে ভারত গ্যাস, এইচপি বা ইন্ডেন গ্যাস প্রোভাইডার সিলেক্ট করে নিতে হবে। এরপর এলপিজি নম্বর বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্ট করার সময় Apply Coupon এ ‘FIRSTLPG’ প্রোমো কোড দিলে এই ক্যাশ ব্যাকের সুবিধা পাওয়া যাবে।

Related Articles