টেক নিউজনিউজ

Benefits of Google Map: কীভাবে বিপদে বন্ধুর সঙ্গে নিজের লোকেশন শেয়ার করবেন! জেনে নিন

গুগল ম‍্যাপ ব্যবহার করেই জানা যাবে প্রেমিকার অবস্থান, কীভাবে জানুন

Advertisement
Advertisement

গুগল আধুনিক সমাজের গাইডার। যে গাইডের আমাদের সবরকম ভাবে সাহায্য করে চলে। আজকের সময়ে দাঁড়িয়ে জানানর ইচ্ছা থাকলেও জানা যায়। তার জন্য গুগল রয়েছে। কথায় রয়েছে যার কেউ নেই তার গুগল আছে। অন্যদিকে গুগল ম‍্যাপের সাহায্য নিয়ে মানুষ অজানা জায়গাতেই চলে যেতে পারে। এই ম্যাপের একটি দুর্দান্ত ফিচারস হলো লোকেশন। খুব সহজে লোকেশন শেয়ার করার মধ্যে দিয়ে আপনি আপনার বন্ধু বা আত্মীয় বা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবেন। কীভাবে এই লোকেশন শেয়ার (Benefits of Google Map) করা যায়? তাই আজ আপনাদের জানাবো।

মোবাইল থেকে কীভাবে লোকেশন শেয়ার করবেন?
  • সর্বপ্রথম মোবাইলে থাকা গুগল ম্যাপ (Benefits of Google Map) খুলুন। না থাকলে ডাউনলোড করে নিয়ে খুলুন।
  • গুগল ম‍্যাপ খুলে গেল ডানদিকে আপনার প্রোফাইল দেখতে পাবেন, সেই প্রোফাইল চিহ্নে ক্লিক করুন।
  • এবার লোকেশন শেয়ারিং বলে একটি অপশন চোখে পড়বে। হ্যাঁ, এই অপশনটিতেই ক্লিক করতে হবে। তারপর যাকে আপনি আপনার লোকেশন শেয়ার করতে চান তাকে যুক্ত করতে হবে।
  • লোকেশন শেয়ারিং টাইম সেট করে ওই ব্যক্তিকে শেয়ার করে দিলেই ব্যাস আপনার লোকেশন পেয়ে যাবে ওই ব্যক্তি।
ডেস্কটপ থেকে কীভাবে লোকেশন শেয়ার করা যায়?
  • ডেস্কটপের ক্ষেত্রে লোকেশন শেয়ারিং (Benefits of Google Map)-এ ব্যাক্তি যুক্ত করার জন্য ওই ব্যক্তিকে আগে গুগল কনট্যাক্টসে যোগ করে নিতে হবে।
  • এরপর ডেস্কটপ থেকে গুগল ম্যাপ (Benefits of Google Map) খুলুন। সেখান থেকে ডানদিকে যে প্রোফাইল ফটো দেখতে পাবেন, সেটাই ক্লিক করুন। এখান থেকে “Share Your Location” অপশনে ক্লিক করুন। এবার গুগলে থাকা একাধিক কনট্যাক্টস দেখতে পাবেন। এখান থেকে যাকে আপনি শেয়ার করতে চান তাকে নির্বাচন করে শেয়ার করে দিন।

Related Articles