টেক নিউজলাইফস্টাইল

৫ হাজার টাকার কমে বাজারের সেরা ৮টি স্মার্টফোন! রইলো ফিচার্স সহ তালিকা

Advertisement
Advertisement

স্মার্টফোন এখন সবার হাতে হাতে কিন্তু অনেকেই আছেন যারা অর্থাভাবে স্মার্টফোন কিনতে পারছেন না, অথচ এখন স্মার্টফোন প্রয়োজনীয়ও। তাই এবার কিছু সংস্থা 5 হাজারেরও কমে নিয়ে এলো স্মার্টফোন।

1) শিয়াওমি রেডমি গো
এই স্মার্টফোনে পাঁচ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে ব্যাটারী 3000mah. 1 জিবি RAM এবং 8GB স্টোরেজের পাশাপাশি এই ফোনটির স্টোরেজঃ মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে 128 জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। front camera 5MP ও back camera 8mp. অ্যামাজনে মাত্র 4740 টাকাতে পাওয়া যাচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোন।

2) NOKIA 1
এই ফোনটিতে 4.50 ইঞ্চি display সহযোগে Quad core প্রসেসার রয়েছে যা1GHz ক্লক স্পিড যুক্ত। তারই সঙ্গে আইফোনে 8 জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ব্যাটারি 2150mAH ও 5mp rear ও 2mp front camera রয়েছে। অ্যামাজনে মাত্র 3999 টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন।

3)
মাইক্রোম্যাক্স ভারত টু প্লাস ফোনে 4inch touch screen display রয়েছে, রয়েছে quad core processor, 1gb RAM. ANDROID 7.0 র সাহায্যে চলতে সক্ষম এই ফোন। ব্যাটারি 1600mAH এর। এছাড়া raer camera 5mp ও front camera 2mp.

4) Lava z60s
5 ইঞ্চি HD display সহ এই স্মার্টফোনে রয়েছে ডুয়াল সিমের ব্যবস্থা। এছাড়াও স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওরিও গো সংস্করণে কাজ করতে ।সক্ষম। এর রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা 5mp. 1 জিবি RAM সহযোগে 16 জিবি স্টোরেজ রয়েছে যা 64 জিবি অব্দি করা যেতে পারে। দুর্ধর্ষ ফোনের ব্যাটারি 2500 mAH. দাম মাত্র 4990

5) রিলায়েন্স জিও ফোন
2.4 ইঞ্চি display রয়েছে, KAI OS এ চলে। এছাড়া এ ফোনে spreadtrum 9820A এর dual core Qualcom 205 প্রসেসর দ্বারা যুক্ত। সাবসিডি দেওয়ার পরে জিও এর এই বিশেষ স্মার্টফোনটির দাম মাত্র 1500 টাকা।

6)micromax bharat4 diwali edition
এই ফোনে 5 ইঞ্চি এবং 12.7 CM FWVGA বিশেষ ডিসপ্লে রয়েছে । 1gb Ram ও ROM 8GB, 32 GB storage বাড়িয়ে নিতে সক্ষম। রয়েছে 5mp rear camera, 2mp front camera. রয়েছে 1.3 ghz quad core processor. phone battery 2000 mAH. দাম মাত্র 4066 টাকা।

7)NOKIA 8110 4G
1.1 ghz dual core qualcom 205 mobile processor রয়েছে, এছাড়া 512 mb Ram 4gb internal storage রয়েছে, রয়েছে 2mp rear camera. battery রয়েছে 1500mAH. ফোরজি সুবিধা সমেত এর দাম মাত্র 4799 টাকা।

8) ইনফোকাস বিঙ্গো টেন
screen size 4.50″ , quadcore media tek MT6580A processer দ্বারা চালিত এটি। রয়েছে 1gb RAM ,8G STORAGE. মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 64 জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। সামনে ও পিছনে 5mp ক্যামেরা রয়েছে এতে। দাম রয়েছে মাত্র 4500 টাকায়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles