টেক নিউজনিউজ

Car Headlight: গাড়ির হেডলাইট সমস্যা থেকে দূরে থাকতে এই বিষয়গুলি মাথায় রাখুন

গাড়ির হেডলাইটের উজ্জ্বলতা কমে যাচ্ছে? মেনে চলুন এই নিয়ম

Advertisement
Advertisement

রাতের দিকে যারা গাড়ি (Car Headlight) নিয়ে বের হন বা যাতায়াত করেন তাদের জন্য গাড়ির হেডলাইট খুবই গুরুত্বপূর্ণ। রাতের বেলা বিনা হেডলাইট গাড়ি চালানো অসম্ভব। যদি রাস্তায় গাড়ি চালাতে চালাতে হটাৎ হেডলাইট খারাপ হয়ে যায়, তাহলে সমস্যায় পড়তে পারেন। এর জন্য কয়েকটি জিনিস মাথায় রাখা দরকার। এই বিষয়গুলো মাথায় রাখলে, গাড়ি চালানোর সময় হেডলাইটের সমস্যায় পড়তে হবে।

গাড়ির হেডলাইট সম্পর্কিত সমস্যা এড়াতে এই বিষয়গুলি মাথায় রাখুন

১) গাড়ির বিদ্যুৎ পরিষেবা: গাড়ির ব্যাটারি ঠিক আছে কিনা, গাড়ির বিদ্যুত ঠিক ঠাক পরিষেবা দিচ্ছে কিনা সবটা পরীক্ষা করবেন মাঝে মধ্যে। কারণ ব্যাটারির উপর হেডলাইট (Car Headlight) জলে। ব্যাটারি খারাপ হলে হেডলাইট জ্বলবে না। তাই ব্যাটারি খারাপ থাকলে, তা ঠিক করে নিন আগে ভাগে।

২) বিকল্প আলো: রাতের দিকে গাড়ি নিয়ে যাওয়ার সময় হেডলাইট যদি খারাপ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে কী করবেন? এর জন্য আগে থেকে একটা বিকল্প লাইটের ব্যবস্থা করে রাখবেন। বর্তমানে বাইকে বা গাড়িতে হেডলাইট (Car Headlight) ছাড়াও অতিরিক্ত আলো লাগানো যায়।

৩) এলইডি আলো: গাড়িতে সর্বদা লেডি কিংবা HID আলো ব্যবহার করুন। এই ধরণের আলোর উজ্জ্বলতা খুব বেশি। এই আলোগুলি দীর্ঘদিন টেকসই হয়। তারাছাড়া কম ব্যাটারি খরচ করে, ফলে ব্যাটারির উপরও চাপ পড়ে না।

৪) সঠিক ভাবে হেডলাইট লাগানো: গাড়িতে সঠিক ভাবে হেডলাইট (Car Headlight) লাগানো হয়েছে কিনা সে দিকেও ভালো ভাবে নজর দিতে হবে। হেডলাইট সমতলে লাগানো থাকলে বুঝবেন কোনো সমস্যা নেই।

Related Articles