নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

Galaxy S24: iPhone 15-এর সাথে টক্কর দিতে বাজারে আসছে Galaxy S24 স্মার্টফোন, লঞ্চের তারিখ জেনে নিন

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে iPhone 15 সিরিজের স্মার্টফোন। লঞ্চের পর থেকে দ্রুত গতিতে বাজার দখল করলে অ্যাপেলের এই স্মার্টফোন। এবার এই মোবাইলের সঙ্গে টেক্কা দিতে স্যামসাং বাজারে আনছে তাদের S সিজিরজের স্মার্টফোন। খুব শীঘ্রই লঞ্চ করা হবে স্যামসাং গ্যালাক্সি এস২৪

Published By: Web Desk | Updated:

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে iPhone 15 সিরিজের স্মার্টফোন। লঞ্চের পর থেকে দ্রুত গতিতে বাজার দখল করলে অ্যাপেলের এই স্মার্টফোন। এবার এই মোবাইলের সঙ্গে টেক্কা দিতে স্যামসাং বাজারে আনছে তাদের S সিজিরজের স্মার্টফোন। খুব শীঘ্রই লঞ্চ করা হবে স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Galaxy S24), এস২৪+ ও এস২৪ আল্ট্রা মডেলগুলি। ভারতের বাজারে কবে লঞ্চ হবে এই স্মার্টফোন জেনে নিন।

আপনার জন্য নির্বাচিত

টিপস্টার আইস ইউনিভার্স এই স্মার্টফোনগুলির সম্পর্কে তার ওয়েবসাইটে কিছু তথ্য প্রকাশ করেছে। যেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ সম্পর্কেও বলা হয়েছে। তিনি জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই জানুয়ারীর ১৮ তারিখে ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই স্মার্টফোনগুলি। জানা যাচ্ছে, ১৮ তারিখ গ্যালাক্সি এস২৩-সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে ভারতে। একই সাথে বিশ্ববাজারে লঞ্চ করা হবে এস২৪ (Galaxy S24) সিরিজের স্মর্টফোন।

Samsung Galaxy S24 সিরিজের স্পেসিফিকেশন

১) স্যামসাং গ্যালাক্সি এস২৪ (Galaxy S24) ও গ্যালাক্সি এস২৪+এ ডাইনামিক এম১৩ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে লাগানো থাকবে বলে জানা যাচ্ছে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করবে। অন্যদিকে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ থাকবে ৬.৮ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট বিশিষ্ট।

২) সামসুং এস২৪ ও এস২৪+ ও এস২৪ আল্ট্রাতে থাকবে Adreno 740 জিপিইউ সহ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ওয়ান ইউআই ৬ দ্বারা চালিত হবে।

৩) এস২৪ ও এস২৪+-এ রিয়ার ক্যামেরা হিসাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে। সেলফির জন্য থাকবে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যদিকে এস২৪ আল্ট্রা-এ রিয়ার ক্যামেরা হিসাবে ট্রিপল ক্যামেরা সেটআপ সহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। থাকবে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৪) ব্যাটারির কথা বললে এস২৪ (Galaxy S24) ও এস২৪+ এ যথাক্রমে ৪,৭০০ এমএএইচ ও ৪,৯০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি লাগানো হয়েছে। অন্যদিকে এস ২৪ আল্ট্রাতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। তিনটি মডেলই ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।