অফবিটনিউজ

Bread Busket of India: ভারতের কোন অঞ্চলকে রুটির ঝুড়ি বলা হয়? ৯৯.৯% মানুষ এর উত্তর জানেন না

প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা চাকরির ইন্টারভিউয়ের বিভিন্ন প্রশ্নের ধারনা দেওয়া হল

Advertisement
Advertisement

প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিংবা চাকরির ইন্টারভিউয়ে বিভিন্ন ধরণের প্রশ্ন করা হয়। যেগুলোর বেশিরভাগ প্রশ্ন আসে সাধারণ জ্ঞান থেকে। এর মধ্যেই ইতিহাস, ভূগোল, রাজনীতি ইত্যাদি বিষয়গুলি থাকে। তাই চাকরির পরীক্ষায় সফল হতে গেলে সাধারণ জ্ঞান সম্পর্কে বিশেষ জ্ঞান থাকাটা জরুরি। আজ আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলি অনেক পরীক্ষায় এসেছে। যেমন ভারতের কোন অঞ্চলকে রুটির ঝুড়ি (Bread Busket of India) বলা হয়? তাই এক নজরে এই প্রশ্নগুলিকে দেখে নেওয়া যাক।

প্রশ্ন ১ : কবে ও কাদের মধ্যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তর- ১৭৫৭ সালে বাংলার নবাব সিরাজ উদ-দৌলা এবং লর্ড ক্লাইভ ও ইংরেজ সেনাবাহিনীর মধ্যে পলাশীর যুদ্ধ হয়েছিল।

প্রশ্ন ২ : ভারতের কোন ব্যাংক করোনা মহামারী সময়কালে ‘জরুরী ঋণ’ চালু করেছিল।
উত্তর- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

প্রশ্ন ৩ : ভারত ও পাকিস্তানের সীমানা রেখা কি নামে পরিচিত?
উত্তর- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা রেখার নাম র‌্যাডক্লিফ লাইন, যেটি তৈরি করেছিলেন স্যার সিরিল র‍্যাডক্লিফ।

প্রশ্ন ৪ : শুষ্ক অবস্থায় বেড়ে ওঠা গাছকে কী বলে?
উত্তর- জেরোফাইটস।

প্রশ্ন ৫ : কাটা আপেলের রং কেন বাদামি হয়ে যায়?
উত্তর- বাতাসের সাথে বিক্রিয়া ঘটিয়ে আয়রন অক্সাইড তৈরি হওয়ার ফলে আপেলের কাটা অংশে বাদামি রং হয়ে যায়।

প্রশ্ন ৬ : পঞ্চতন্ত্র কে ও কোন ভাষায় রচনা করেন? ₹
উত্তর- পন্ডিত বিষ্ণু শর্মা সংস্কৃত ভাষায় পঞ্চতন্ত্র গ্রন্থের রচনা করেন।

প্রশ্ন ৭ : ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর- বিহার, এই রাজ্যের প্রতি কিমিতে জনঘনত্ব ১১০৬ জন।

প্রশ্ন ৮ : বিদ্যুত পরিবহনে সবচেয়ে উত্তম ধাতু কোনটি?
উত্তরঃ রূপা।

প্রশ্ন ৯ : কোন দিন শহীদ দিবস পালিত হয়?
উত্তর- ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসির দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়।

১০) কোন অঞ্চলকে ভারতের রুটির ঝুড়ি (Bread Busket of India) বলা হয়?
উত্তর- ভারতের পাঞ্জাব-কে ভারতের রুটির ঝুড়ি (Bread Busket of India) বলা হয়।

Related Articles