whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

Personality test: কপাল বলে দেবে আপনার ব্যক্তিত্ব! কীভাবে বুঝবেন জানুন

'কপালে তোর নেইকো ঘি, ঠকঠকালে হবে কি', 'কিংবা 'কপালের নাম গোপাল'। কপাল সম্পর্কে এমন নানা প্রবাদ বাংলায় প্রচলিত রয়েছে। মানুষ বিশ্বাস করেন, তাদের ভাগ্য লেখা থাকে কপালে। তবে আদেও এটা…

Published By: Editorial Desk | Updated:
Advertisements

‘কপালে তোর নেইকো ঘি, ঠকঠকালে হবে কি’, ‘কিংবা ‘কপালের নাম গোপাল’। কপাল সম্পর্কে এমন নানা প্রবাদ বাংলায় প্রচলিত রয়েছে। মানুষ বিশ্বাস করেন, তাদের ভাগ্য লেখা থাকে কপালে। তবে আদেও এটা কতটা সত্যি না বলা মুশকিল। তবে মানুষের কপাল (Personality test) থেকে, মানুষটি কেমন সে সম্পর্কে আন্দাজ করা যায়। আপনার কপাল অনুযায়ী আপনি কেমন মানুষ? জেনে নিন এই প্রতিবেদন থেকে।

আপনার জন্য নির্বাচিত

১) সরু কপালের অধিকারী: অনেক মানুষ রয়েছেন যাদের কপাল সরু হয়। এই ধরণের মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ কাজ করে। সমাজের নিয়মের তোয়াক্কা করেন না। এই ধরনের মানুষ অনন্য ব্যক্তিত্বের অধিকারী (Personality test)। সম্পর্কের ক্ষেত্রে বেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন। এই ধরণের মানুষ ব্রেন নিয়ে নয়, মন দিয়ে ভাবেন। যে কোনো গঠনমূলক কাজে অংশ নিয়ে থাকেন।

২) চাওড়া কপালের অধিকারী: যে সমস্ত মানুষের কপাল চওড়া হয়, তারা খুবই জ্ঞানী ও বুদ্ধিমান হয়ে থাকে (Personality test)। এই ধরনের মানুষ অন্যদের থেকে এক পা এগিয়ে থাকেন। সর্বদা খোলা মনের মানুষ এরা। অন্য পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও এ ধরণের মানুষের বিশ্লেষণাত্মক ক্ষমতা রয়েছে। নিজেদের জীবনকে খুব শৃঙ্খলাপরায়ণ ভাবে গড়ে তোলে। এঁরা নিজেদের উপযুক্ত পথ বেছে নিতে আগ্রহী থাকে।

৩) এম আকৃতির কপাল: যে সমস্ত ব্যাক্তির কপাল এম আকৃতির হয়, তাঁরা বহুমুখী প্রতিভার অধিকারী হন। এরা দুর্দান্ত শিল্পী হন। সব ধরনের বিষয় মিলিয়ে ভারসাম্য বজায় রেখে চলতে জানেন (Personality test)। বিশেষ বিষয় হলো, এই ধরনের মানুষ বেশিরভাগ ক্ষেত্রের কল্পনা প্রবন হয়ে থাকে। অল্প কিছুতেই মেজাজ হারিয়ে ফেলেন। তবে মনের মধ্যে ক্ষোভ জমিয়ে রাখতে পারেন না।

৪) গোলাকার কপাল: এই ধরণের কপাল বিশিষ্ট মানুষ বেশ খোস মেজাজের হয়ে থাকে। এরা খুবই সহজ সরল মানুষ। সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা করে থাকে। কোথায় কী বলতে হবে সে বিষয়ে ভালো জ্ঞান রয়েছে। যে কোনো জটিল সমস্যা খুবই ঠান্ডা মাথায় সমাধান করেন।