অফবিটঅর্থনীতি

SIP Investment: দৈনিক 100 টাকা জমিয়ে কোটিপতি হতে পারেন, কিভাবে? দেখে নিন বিশদে

Advertisement
Advertisement

SIP- দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে বাজারদর এবং জিনিসপত্রের দাম তাতে সংসার চালাতে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার। মূল্যবৃদ্ধির আঁচে যখন সংসার চালানোটাই হয়ে গিয়েছে মুশকিল তখন ভবিষ্যৎ সুরক্ষিত করতে সেভিংস করার কথা ভাবলেই মাথায় বিন্দু বিন্দু ঘাম জমছে মধ্যবিত্তের। তাহলে উপায়? চিন্তা নেই, ভবিষ্যৎ যদি সুরক্ষিত করতে হয় তাহলে এখন থেকেই শুরু করতে হবে বিনিয়োগ। প্রত্যেকদিন মাত্র ১০০ টাকা জমিয়েই হওয়া যাবে কোটিপতি। কীভাবে? সেই তথ্য রইল এই প্রতিবেদনে।

বর্তমান সময়ে দাঁড়িয়ে বিনিয়োগের একগুচ্ছ মাধ্যম খুলে গিয়েছে। ভবিষ্যতের কথা চিন্তা করে যারা দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হল মিউচুয়াল ফান্ড (Mutual Fund)। খুব সহজেই এককালীন মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করা যায় এই প্রকল্পে। আবার চাইলেই প্রত্যেক মাসে অল্প অল্প করে টাকা করা যাবে বিনিয়োগ। যাকে বলা হয় SIP। সম্পূর্ণ অর্থ Small Investment Policy। আজকাল কমবেশি প্রায় সকলেই ঝুঁকছেন SIP-র দিকে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বয়স অনুযায়ী কত টাকা করে প্রতি মাসে জমালে ৬০ বছর বয়সে হওয়া যাবে কোটিপতি।

কমবেশি আমরা সকলেই জানি, যে কোনো চাকরিতে অবসর নেওয়ার সময় হল ৬০ বছর। তাই কর্মজীবনে থাকাকালীনই ভবিষ্যতের জন্য করে নিতে হবে পরিকল্পনা। যদি বিনিয়োগকারীর বয়স হয় ২৫ এবং তিনি যদি আগামী ৩৫ বছর পর্যন্ত চাকরি করেন তাহলে প্রত্যেক মাসে কেবলমাত্র ২০০০ টাকা করে বিনিয়োগ করলেই ৬০ বছর বয়সে সহজেই হওয়া যাবে কোটিপতি। SIP ক্যালকুলেটর অনুযায়ী, আগামী ৩৫ বছরের জন্য যদি কোন বিনিয়োগকারী একটানা ২০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে মোট জমার পরিমাণ হয় ৮,৪০,০০০ টাকা। ১২ শতাংশ রিটার্ন ধরলে সুদ হিসেবে মিলবে ১,২১,৫০,৫৩৮ টাকা। অর্থাৎ সুদে আসলে ওই ব্যক্তি পেয়ে যাবেন ১,২৯,৯০,৫৩৮ টাকা।

যদি কোনো ব্যক্তির বয়স হয় ৩০ বছর তাহলে আগামী ৩০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন তিনি। এক্ষেত্রে ৬০ বছর বয়সে কোটিপতি যদি হতে হয় তাহলে প্রত্যেক মাসে ৩০০০ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে ওই ব্যক্তিকে। এক্ষেত্রে মোট ১০,৮০,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। সুদে আসলে তিনি পেয়ে যাবেন ১,০৫,৮৯,৭৪১ টাকা।

আবার কোনো বিনিয়োগকারীর বয়স যদি হয় ৩৫ বছর তাহলে আগামী ২৫ বছরের জন্য প্রত্যেক মাসে কমপক্ষে ৬ হাজার টাকা করে বিনিয়োগ করতে হবে। ফলে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১৮,০০,০০০ টাকা। সুদে আসলে তিনি পেয়ে যাবেন ১,১৩,৮৫,৮১১ টাকা।

Related Articles