দেশ

এবার হারিয়ে গেলেও চুটকিতে পেয়ে যাবেন আধার কার্ড, কিভাবে জেনে নিন

Advertisement
Advertisement

Aadhaar Card: আধার কার্ডের (Aadhaar Card) প্রয়োজন বর্তমানে প্রায় সর্বত্রই। স্কুল ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি, সিম কার্ড নেওয়া থেকে সরকারি প্রকল্পের সুবিধা উপভোগ, প্রায় সবক্ষেত্রেই আধার কার্ডের দরকার থাকে। এই দরকারি কার্ড কখনও হারিয়ে গেলে সঠিক তথ্য জানার অভাবে সমস্যার মুখে পড়ে যান আধার কার্ড হোল্ডাররা। এই অবস্থায় কী করণীয়? জানুন এই প্রতিবেদনে।

আরও পড়ুন, ওলটপালট নাইট শিবির! KKR-এ ঢুকছে এই ৫ বিধ্বংসী প্লেয়ার, গলা শুকাচ্ছে CSK টিমের

আধার কার্ড হারালে কী করতে হবে? (What to do if you lose Aadhaar Card?)

আজকের কান পাতলেই আধার কার্ড সংক্রান্ত জালিয়াতির ঘটনা শুনতে পাওয়া যায়। এই অবস্থায় আপনার আধার কার্ড হারালেই ইউআইডিএএই-এর টোল ফ্রী নম্বর (UIDAI Toll Free Number) ১৯৪৭ (1947)-এ কল করে অভিযোগ জানাতে হবে। এমনটা করলে কেউ আপনার ফিজিক্যাল আধার কার্ড হাতে পেয়ে গেলেও সেটার অপব্যবহার করতে পারবে না।

Aadhaar Card

নতুন আধার পাবেন কীভাবে? (How to get new Aadhaar Card?)

১. প্রথমে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটের ঠিকানা https://uidai.gov.in
২. সাইটে গিয়ে যেতে হবে ‘মাই আধার’ (My Aadhaar) ট্যাবে। সেখানে ক্লিক করার পরে ক্লিক করতে হবে ‘অর্ডার আধার পিভিসি কার্ড’ (Order Aadhaar PVC Card)-এ এবং ক্লিক করতে হবে ‘অর্ডার নাও’ (Order Now) বাটনে।
৩. এরপরে ফাঁকা স্থানে দিতে হবে আধার নম্বর ও পূরণ করতে হবে ক্যাপচা কোড।
৪. তারপরে সঠিক ঠিকানা ও বৈধ নম্বর লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৫. এরপরে প্রদত্ত মোবাইল নম্বরে আসা ওটিপি ফাঁকা জায়গায় বসিয়ে পিভিসি বেসের জন্য ৫০ টাকা ফি হিসাবে দিতে হবে।
৬. তারপরে সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হওয়ার বার্তা পাওয়া যাবে।
৭. একটি বিশেষ আইডিও মিলবে। এটি ব্যবহার করে পিভিসি আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারা যাবে।
৮. আবেদনের মোটামুটি ১৫ দিনের মধ্যেই পিভিসি আধার কার্ড পাওয়া যাবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles