দেশনিউজ

রাস্তার কুকুর-বেড়াল মারলেই ৭৫ হাজার জরিমানা, হতে পারে জেল, কড়া পদক্ষেপ কেন্দ্রের

Advertisement
Advertisement

পথকুকুরদের সুরক্ষার জন্য এবার নতুন আইন আনলো কেন্দ্র। রাস্তার কুকুর বেড়ালদের ঢিল ছুঁড়লে বা আঘাত করলে এবার হতে পারে হাজতবাসও। দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। অবলা পশুদের সুরক্ষার জন্য নতুন আসা এই আইনে আশ্বস্ত পশুপ্রেমীরা।

আইনে তিন ধরনের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে – আঘাত, আঘাতের ফলে শারীরিক ক্ষতি এবং পশুটির মৃত্যু। আঘাত করলে জরিমানা হতে পারে ৭৫০ টাকা থেকে ৭৫০০০ টাকা অবধি, এমনকি পশুটির মূল্যের তিনগুণ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। মৃত্যু হলে অপরাধীকে করতে হতে পারে হাজতবাসও।

নতুন আইনটি সংস্কারের চিন্তা শুরু হয় অপরাধের সুস্পষ্ট মাত্রা নির্ধারণ করার জন্যই। তাছাড়াও জরিমানা থাকলেও তা এতোই কম ছিলো, খুব সহজেই ঘৃণ্য অপরাধ করেও সামান্য জরিমানা দিয়ে ছাড় পেয়ে যেতো অপরাধীরা। এবার আর তা সম্ভব নয়।

রাজ্যসভার সাংসদ রাজীর চন্দ্রশেখর এই আইন সংশোধনের প্রস্তাব পেশ করেন। আপাতত এ বিষয়ে দেশের বিভিন্ন আদালতে চলছে ৩১৬ টি মামলা, সুপ্রিম কোর্টে রয়েছে ৬৪টি। নতুন আইন সংশোধন হলে সব স্তরেই তা জানানো হবে বলে জানান দেওয়া হয়েছে, এবং তা চালুও করা হবে।

Related Articles