দেশনিউজ

Big News- এই গৃহহীন বৃদ্ধাকে ‘মা’ ডাকলেন মোদী! দেশবাসীর উদ্দেশ্যে দিলেন বিশেষ বার্তা

Advertisement
Advertisement

মারণ ভাইরাস করোনার মায়াজালে প্রায় গোটা পৃথিবী।করোনা মানেই এখন একমাত্র ভয়াবহ আতঙ্ক। যার জেরে লক ডাউন পুরো দেশ গৃহবন্দী অবস্থায় গোটা দেশবাসী।করোনা ভাইরাসের প্রকোপে এখনো পর্যন্ত আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় 395532 জন ।

বৃহস্পতিবার টেলিভিশনে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন করোনা ভাইরাস নিরাময়ের কোন প্রতিকার নেই। তাই আমাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে আর তার জন্য বাড়িতে থাকতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে আপনার অসতর্কতা অন্যদের বিপদ ডেকে আনতে পারে।আর এইজন্য রবিবার তিনি কার্ফু জারি করেন ও সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন।

এছাড়াও রবিবার বিকেল পাঁচটায় নাগরিকদের তাদের দরজা-জানলা এবং বারান্দায় দাঁড়িয়ে প্রয়োজনীয় পরিষেবার সরবরাহকারীদের সমর্থন প্রদর্শনের জন্য করতালি ভাষণ বাজানো ঘন্টা বাজানোর অনুরোধ করেন।যারা আমাদের জন্য কাজ করে চলেছেন তাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য এই ঘোষনা ছিল।

রবিবার বিকেলে 10 ঘণ্টা হোম কোয়ারান্টাইন থাকার পরে সারা দেশের সব মানুষই প্রায় নিজেদের বাড়ির বেলকনি গুলিতে হাজির হয়ে এইতো সময় চিকিৎসকসহ এই করোনা মোকাবিলা লড়াই জড়িতদের অভিবাদন জানাতে করতালি দেন। বিকেল পাঁচটা থেকে শঙ্খের আওয়াজ কাঁসরঘন্টা ধ্বনিতে মুখরিত হয় দেশ।

আর এরপরে মোদী সোমবার সকালে একটি গৃহহীন মহিলার একটি ভিডিও পোস্ট করেছেন । এবং ক্যাপশনে লিখেছেন আসুন আমরা এই মায়ের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাই এবং ঘরে থাকি। ভিডিওতে এক বৃদ্ধ গৃহহীন মহিলাকে একটি অস্থায়ী ঝুপড়ির কাছে দেখা যাচ্ছে একটি স্টিলের থালা বাজাতে। গৃহহীন সেই মানুষটিও জনতা কার্ফু পালন করেছেন।

তার মতে এই ধন্যবাদের শব্দ করোনাভাইরাস এর বিরুদ্ধে চিরকুট লড়াইয়ের বিজয়ের সূচনা করেছে রিকোয়েস্ট করে লিখেছেন আসুন আমরা এই সংকল্প গ্রহণ করি এবং দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হয়।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles