বিনোদন

ওলটপালট নাইট শিবির! KKR-এ ঢুকছে এই ৫ বিধ্বংসী প্লেয়ার, গলা শুকাচ্ছে CSK টিমের

Advertisement
Advertisement

Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ১২ জন খেলোয়াড়কে রিলিজ করেছে। এই তালিকায় রয়েছে একাধিক জনপ্রিয় নাম। কেকেআর-এর মেন্টর (KKR Mentor) রূপে ফিরে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আসার পর থেকেই নতুন রূপে দলকে সাজাতে উদ্যোগী হয়েছেন তিনি। এই আবহেই প্রশ্ন উঠছে যে, তিনি দলে কোন কোন ক্রিকেটারকে নিতে পারেন। চলুন জেনের নেওয়া যাক আপাতত কেকেআর-এর টার্গেটে কে কে আছেন।

কেকেআর-র সম্ভাব্য টার্গেট লিস্ট Kolkata Knight Riders Possible Target List)

শাহরুখ শিবিরের হাতে দল গড়ার জন্য রয়েছে ৩৭.২ কোটি টাকা। এই অবস্থায় কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য টার্গেট লিস্টে কে কে রয়েছে সেই তালিকাই এই প্রতিবেদনে তুলে ধরা হল।

কেকেআর এই ৫ প্লেয়ারকে টার্গেট করতে পারে (KKR Can Target These 5 players)

Kolkata Knight Riders

আরও পড়ুন, ইন্টারনেটে ফাঁস আলিয়া ভাট-এর MMS! ঘুম উড়ল রণবীরের

১. হর্ষদ প্যাটেল (Harshad Patel): কেকেয়ার দুর্বলতার তালিকায় থাকা উল্লেখযোগ্য একটি বিষয় হল ডেথ ওভারের বোলিং। এই ওভারে ভালো স্লোয়ারযুক্ত মিডিয়াম পেসার দরকার। এক্ষেত্রে কেকেআর-র জন্য ভালো প্রমাণিত হতে পারে হর্ষদ প্যাটেল।

Kolkata Knight Riders

২. প্যাট কমিন্স (Pat Cummins): কলকাতা নাইট রাইডার্সের অন্যতম দুর্বলতা হল পেস বোলার বিভাগ। আগের কয়েকটি সিজন বিদেশ থেকে অন্যান্য পেস বোলার আনা হলেও লাভের মুখ দেখতে পায়নি কেকেআর। এই হিসাবে পুরোনো নাইট প্যাট কামিন্সকেই আবার কেকেআর দলে নিতে পারে।

Kolkata Knight Riders

৩. ওয়ানিন্দু হাসরঙ্গা (Wanindu Hasaranga): শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গার ভয়ঙ্কর বোলিংয়ের সঙ্গে সবাই পরিচিত। বরুণ চক্রবর্তী ও নারিনের দক্ষতায় অল্প মরচে পড়তে দেখা গেছে। এক্ষেত্রে এই স্পিনার কেকেআর-এর জন্য ভালো প্রমাণিত হতে পারে।

Kolkata Knight Riders

৪. ড্যারিল মিচেল (Daryl Mitchell): সদ্য সমাপ্ত বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। এই প্লেয়ার বড়ো হিট দেওয়ার সঙ্গে মাথা ঠান্ডা রাখারও ক্ষমতা রাখেন। শ্রেয়স আইয়ার ও নীতিশ রানার সঙ্গে তাঁর জুটি কেকেআর-এর জন্য ভালো প্রমাণিত হতে পারে।

Kolkata Knight Riders

৫. রাচিন রবীন্দ্র (Rachin Ravindra): এই অলরাউন্ডার নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্লেয়ার। সদ্য সমাপ্ত বিশ্বকাপে উল্লেখযোগ্য পারফরম্যান্স দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles