দেশনিউজ

করোনা আতঙ্কের মধ্যেই বড়সড় সুখবর, অযোধ্যায় শুরু হচ্ছে ‘রাম মন্দির’ নির্মাণের কাজ

Advertisement
Advertisement

করোনা অবহে খুশির খবর। বিতর্ক শেষে খুব শীঘ্রই শুরু হতে চলেছে অযোধ্যার রাম মন্দির নির্মাণ কাজ। আগস্ট মাসের ৩ অথবা ৫ তারিখ হতে পারে ভূমি পুজো। এখন অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মতির। যে তারিখেই প্রধানমন্ত্রী সম্মতি দেবেন সেই তারিখে শুরু হবে মন্দির নির্মাণ কাজের সূচনা।

রাম মন্দির তৈরি নিয়ে বিতর্কের শেষ ছিলনা। অবশেষে ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় দেয়, অযোধ্যার বিতর্কিত জমিতেই হবে রামমন্দির। আর এবার মন্দিরের নির্মাণ কাজ শুরু হতে চলেছে।

সম্প্রতি মন্দির নির্মাণের সূচনা পর্বের দিনক্ষণ স্থির করতে অযোধ্যায় ট্রাস্টের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাস্টের সাধারণ সচিব চম্পত রাই জানান, ইতোমধ্যে এই প্রকল্পের সঙ্গে জড়িত সংস্থা লার্সন অ্যান্ড টুবরো নির্মাণস্থলের ৬০ মিটার গভীরের মাটির নমুনা সংগ্রহ করেছে। প্রস্তাবিত মন্দিরের ভিত ঠিক কতটা গভীর হবে তা নির্ভর করছে ওই মাটির নমুনা পরীক্ষার রিপোর্টের উপরেই’। এরপরেই মন্দির নির্মাণের কাজ কতদিনে শেষ হবে সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘প্রাথমিক সমস্ত কাজ শেষ হয়ে যাবার পর এই এই সিদ্ধান্তে পৌঁছানো যাবে’। অন্যদিকে প্রাথমিকভাবে আগস্ট মাসের ৩ অথবা ৫ তারিখ ভূমি পুজোর প্রস্তাব দিল শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। সেখানেই নির্মাণ কাজের সূচনা কথা জানান ট্রাস্টের অন্যতম সদস্য রামেশ্বর চৌপল।

রাম মন্দিরের নকশা কেমন হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে, সে প্রশ্নের নিরসন করা সম্ভব তিন দশক আগে বিশ্ব হিন্দু পরিষদের নকশার পরিকল্পনার মাধ্যমে। সেই পরিকল্পনা অনুযায়ী মন্দিরের প্রথম তলের উচ্চতা হতে পারে ১৮ ফুট উঁচু। দ্বিতীয় তলের উচ্চতা ১৫ ফুট ৯ ইঞ্চির। প্রথম তলায় থাকবেন রামলালা বিরাজমানের মূর্তি। এবং দ্বিতীয় তলায় রাম-লক্ষ্মণ-সীতার মূর্তি। উল্লেখযোগ্য বিষয় প্রথমে ঠিক করা হয়েছিল রামনবমী বা অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। কিন্তু সেখানে বাদ সাধল করোনা। সম্পূর্ণ পরিকল্পনায় জল ঢেলে দেয়। এরপর ঠিক হয় ১০ জুন থেকেই শুরু হতে চলেছে রাম মন্দির নির্মাণের কাজ কিন্তু পরবর্তীকালে সেই পরিকল্পনাও ভেস্তে যায়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles